WhatsApp New feature: এবার মনের মতো স্টিকার তৈরি হবে সহজেই নিজের ছবি দিয়ে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
এতদিন পর্যন্ত নিজের ইচ্ছামতো কোনও স্টিকার তৈরি করতে হলে সাহায্য নিতে হত অন্য কোনও অ্যাপের।
advertisement
1/5

প্রিয়জন বা যে কোনও কাজের ক্ষেত্রে বর্তমানে যোগাযোগের অন্যতম মাধ্যম WhatsApp। মেসেজ করা, ফোন করা বা ভিডিও কল- সব কিছুই সম্ভব ওই অ্যাপে। পাশাপাশি ছবি, স্টিকার, ডকুমেন্ট সহ সব কিছুই পাঠানো সম্ভব WhatsApp-এর মাধ্যমে। তবে এবার ব্যবহারকারীদের সুবিধার জন্য একটি নতুন আপডেট (WhatsApp new feature) আনছে সংস্থাটি। স্টিকার (WhatsApp Sticker) তৈরি বা পাঠানোর জন্য একটি নতুন অপশন বা আলাদা বাটন যোগ করা হবে।
advertisement
2/5
এতদিন পর্যন্ত নিজের ইচ্ছামতো কোনও স্টিকার (WhatsApp sticker) তৈরি করতে হলে সাহায্য নিতে হত অন্য কোনও অ্যাপের। এর জন্য রয়েছে বেশ কয়েকটি থার্ড পার্টি অ্যাপ। সেই অ্যাপগুলির মাধ্যমে কোনও ব্যবহারকারী নিজের ইচ্ছামতো কোনও ছবি থেকে স্টিকার তৈরি করতে পারতেন। কিন্তু WhatsApp-এ এবার পাওয়া যাবে বিশেষ একটি বোতাম বা বিশেষ একটি অপশন। যার মাধ্যমে কোনও থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন নেই। সরাসরি WhatsApp-এই তৈরি করা যাবে ইচ্ছামতো স্টিকার। বর্তমানে কোনও ইমেজ WhatsApp-এর মাধ্যমে পাঠাতে গেলে সেই ছবিটি কমপ্রেসড হয়ে নির্দিষ্ট গন্তব্যে যায়। এতে ছবির কোয়ালিটি কিছুটা নষ্ট হলেও দ্রুত পাঠানো সম্ভব হয়।
advertisement
3/5
WhatsApp-এর নতুন এই আপডেট (Whatsapp new feature) সম্পর্কে জানিয়েছে WhatsAppএর আপডেট ট্র্যাকার WABetaInfo। তারা জানিয়েছে নতুন ওই অপশনের মাধ্যমে অত্যন্ত দ্রুত কোনও ছবিকে স্টিকারে রূপান্তরিত করা যাবে। এর জন্য কোনও থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন নেই। এই অপশনটি যোগ হলে সব থেকে বেশি সুবিধা পাবেন iOS ব্যবহারকারীরা। কারণ iOS তাদের ব্যবহারকারীদের জন্য স্টিকার তৈরি করার কোনও থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করার সুযোগ দেয় না। ফলে, iPhone ব্যবহারকারীরা কোনও ছবিকে স্টিকারে রূপান্তরিত করতে পারেন না।
advertisement
4/5
এখানেই শেষ নয়। WhatsApp আরও একটি ফিচার টেস্ট করছে। যার নাম দেওয়া হয়েছে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন (Voice Messege Transcription)। এই সুবিধা চালু হলে কোনও ভয়েস বা কোনও কথা টেক্সটের আকারে ট্রান্সক্রিপশন করা সম্ভব হবে। এমন অনেকেই আছেন টাইপ করতে পছন্দ করেন না। সেক্ষেত্রে এই অপশনের মাধ্যমে কোনও কথাকে সরাসরি টেক্সট আকারে বদলে নিতে পারবেন।
advertisement
5/5
ইতিমধ্যে ভয়েস মেসেজের (Voice Messege) ক্ষেত্রেও একটি পরিবর্তন এনেছিল সংস্থাটি। কোনও ভয়েস নোট বা ভয়েস মেসেজ পেলে তা সাধারণ স্পিডের থেকে স্পিড বাড়িয়ে শোনার জন্য নতুন অপশন এসেছে। পাশাপাশি কোনও নির্দিষ্ট মেসেজে ইমোজি রিঅ্যাক্ট করার জন্যও বিশেষ আপডেট আনছে সংস্থাটি।