TRENDING:

WhatsApp Update: টেক্সট তো আছেই; WhatsApp এবার দেবে ভয়েস রেকর্ডিংও স্টেটাসে ব্যবহারের সুবিধা

Last Updated:
WhatsApp Update: এতদিন পর্যন্ত ছবি, ভিডিও, টেক্সট Whatsapp-এ স্টেটাস হিসেবে দেওয়া যেত। কিন্তু এবার তার সঙ্গে অডিও নোট-ও দেওয়া যাবে।
advertisement
1/8
টেক্সট তো আছেই; WhatsApp এবার দেবে ভয়েস রেকর্ডিংও স্টেটাসে ব্যবহারের সুবিধা
WhatsApp হল বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। WhatsApp ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। WhatsApp আবার নিয়ে আসতে চলেছে ইউজারদের জন্য একটি নতুন ফিচার। ডবলুএবিটাইনফোর (WABetainfo) রিপোর্ট অনুযায়ী আরও একটি নতুন ফিচার যুক্ত হতে চলেছে Whatsapp-এ।
advertisement
2/8
এতদিন পর্যন্ত ছবি, ভিডিও, টেক্সট Whatsapp-এ স্টেটাস হিসেবে দেওয়া যেত। কিন্তু এবার তার সঙ্গে অডিও নোট-ও দেওয়া যাবে। WhatsApp ইউজারদের জন্য নিয়ে এসেছে এই ভয়েস স্টেটাস ফিচার। এর ফলে নিজেদের পছন্দ অনুযায়ী ভয়েস নোট স্টেটাস হিসাবে ব্যবহার করা যাবে।
advertisement
3/8
WhatsApp-এর ট্র্যাকার ডবলুএবিটাইনফোর রিপোর্ট অনুযায়ী এই ফিচার খুব তাড়াতাড়ি চালু করা হতে চলেছে সকল ইউজারদের জন্য। Whatsapp-এর যাবতীয় ফিচার ট্র্যাক করে ডবলুএবিটাইনফো। ব্লগ পোস্ট এবং ট্যুইট করে তারা Whatsapp-এর বিভিন্ন নতুন ফিচার সম্পর্কে জানায়।
advertisement
4/8
এক্ষেত্রেও নতুন ফিচার সম্পর্কে জানিয়েছে তারা। তাদের তরফে জানানো হয়েছে, নতুন ফিচারটির নাম দেওয়া হয়েছে ভয়েস স্টেটাস (Voice Status)। একটি স্ক্রিনশট শেয়ার করে WhatsApp-এর এই নতুন ফিচার সম্পর্কে জানানো হয়েছে।
advertisement
5/8
ইতিমধ্যে এই ফিচারটি বিটা টেস্টারদের কাছে গেয়েছে। জানা গিয়েছে যে WhatsApp-এর পক্ষ থেকে নতুন ফিচারের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি এটি সকল ইউজারদের জন্য চালু করে দেওয়া হতে পারে।
advertisement
6/8
আরও জানা গিয়েছে যে নতুন এই ফিচারের ক্ষেত্রে নতুন একটি আইকন দেখা যাবে। যা স্ক্রিনের স্টেটাস ট্যাবের উপরের দিকেই পাওয়া যাবে। এর মাধ্যমে ভয়েস নোট ব্যবহার করা যাবে WhatsApp-এর স্টেটাসে। এর ক্ষেত্রে ইউজাররা প্রাইভেসি সেটিংও ব্যবহার করতে পারবে। এই ভয়েস নোটে রয়েছে এন্ড টু এন্ড এনক্রিপটেড। এর ফলে ইউজাররা সুরক্ষিত ভাবেই নতুন এই ফিচার ব্যবহার করতে পারবে।
advertisement
7/8
WhatsApp-এর এই নতুন ফিচার সকল ইউজারদের জন্য কবে চালু করা হবে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। জানা গিয়েছে যে WhatsApp-এর এই নতুন ফিচারের ক্ষেত্রে প্রাইভেসি পলিসির কোনও পরিবর্তন করা হয়নি।
advertisement
8/8
বর্তমান স্টেটাসের ক্ষেত্রে যে প্রাইভেসি পলিসি রাখা হয়েছে, এই ক্ষেত্রেও সেই একই প্রাইভেসি পলিসি রাখা হয়েছে। যাঁরা Whatsapp বিটা ভার্সনটি ব্যবহার করছেন তাঁদের প্রত্যেকের কাছে এই ফিচারটি পাঠানো হয়েছে। এটি পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। সুতরাং আগামী দিনে সকল ইউজারদের জন্য চালু করা হবে নতুন এই ফিচার।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp Update: টেক্সট তো আছেই; WhatsApp এবার দেবে ভয়েস রেকর্ডিংও স্টেটাসে ব্যবহারের সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল