TRENDING:

WhatsApp-এ আসতে চলেছে Instagram-এর মতো ফিচার! দেখে নিন কী সুবিধা পাওয়া যাবে

Last Updated:
Whatsapp New Feature: নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা চ্যাট লিস্টের মধ্যেই WhatsApp-এর স্টেটাস দেখতে পাবেন
advertisement
1/7
WhatsApp-এ আসতে চলেছে Instagram-এর মতো ফিচার! দেখে নিন কী সুবিধা পাওয়া যাবে
বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হল WhatsApp। জনপ্রিয়তার পারদ আরও চড়াতে অ্যাপে একের পর এক পরিবর্তন আনছে সংস্থা, আসছে নতুন নতুন ফিচার। জানা গিয়েছে, WhatsApp-এ আরও একটি নতুন ফিচার আসতে চলেছে, যার মাধ্যমে ইউজাররা চ্যাট লিস্টের মধ্যেই WhatsApp-এর স্টেটাস দেখতে পাবেন।
advertisement
2/7
WABetainfo-এর রিপোর্ট অনুযায়ী, WhatsApp খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছে নতুন এই ফিচার। মেটার নিজস্ব প্লাটফর্ম WhatsApp তাদের নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা শুরু করে দিয়েছে।
advertisement
3/7
জানা গিয়েছে, WhatsApp-এর নতুন এই ফিচার প্রথমে চালু করা হতে পারে অ্যান্ড্রয়েডের WhatsApp বিটা ইউজারদের জন্য। অর্থাৎ খুব তাড়াতাড়ি WhatsApp লঞ্চ করতে চলেছে তাদের নতুন এই ফিচার। WhatsApp স্টেটাস ফিচার দেখতে অনেকটাই Instagram-এর স্টোরি (Story) ফিচারের মত হবে। যেখানে WhatsApp এর ইউজাররা নিজেদের ছবি এবং ভিডিও শেয়ার করতে পারবেন, যা ২৪ ঘন্টা অবধি দেখা যাবে।
advertisement
4/7
WhatsApp-এর নতুন ফিচার চালু হয়ে গেলে ইউজাররা অন্যদের স্টেটাস দেখতে পাবেন, চ্যাট লিস্টে থাকা অন্যদের প্রোফাইল আইকনে ক্লিক করে। Instagram-এ এই ফিচার অনেক আগে থেকেই রয়েছে। এখন Instagram-এর মতো একই ধরনের ফিচার WhatsApp খুব তাড়াতাড়ি চালু করতে চলেছে।
advertisement
5/7
WhatsApp কিছুদিন আগেই চালু করেছিল বেশ কয়েকটি ফিচার। এর মধ্যে রয়েছে তিনটি প্রাইভেসি ফিচার। এই প্রাইভেসি ফিচারের মাধ্যমে ইউজাররা WhatsApp-এর অনলাইন স্টেটাস (Status) অন্যদের থেকে লুকিয়ে রাখতে পারবেন এবং অন্যকে না জানিয়েই যে কোনও গ্রুপ থেকে বাইরে বেরিয়ে যেতে পারবেন।
advertisement
6/7
এ ছাড়াও ইউজাররা যে কোনও মেসেজের স্ক্রিনশট তোলা বন্ধ করতে পারেন। সম্প্রতি WhatsApp মেসেজ ডিলিট করার সময় বাড়িয়ে দিয়েছে সকলের জন্য। মেসেজ ডিলিট করার সেই সময় বাড়িয়ে করা হয়েছে ২ দিন এবং ১২ ঘন্টা।
advertisement
7/7
WhatsApp সম্প্রতি চালু করেছে নতুন একটি অ্যাপ। উইন্ডোজ (Windows) ডিভাইসে এই অ্যাপ ব্যবহার করা যাবে। এই অ্যাপ ব্যবহার করার সময় ফোনের WhatsApp এর সঙ্গে ল্যাপটপ বা কম্পিউটারকে সংযুক্ত করতে হবে না। আগে উইন্ডোজ ডিভাইসের সঙ্গে WhatsApp চালু করতে গেলে ফোনের সঙ্গে সংযুক্ত করতে হতো। কিন্তু WhatsApp এর নতুন এই অ্যাপ উইন্ডোজ ডিভাইজে ডাউনলোড করে নিলেই সেটি ব্যবহার করা যাবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp-এ আসতে চলেছে Instagram-এর মতো ফিচার! দেখে নিন কী সুবিধা পাওয়া যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল