TRENDING:

WhatsApp গ্রুপ ভিডিও কলে Message বা Mute করার সুবিধা, শীঘ্রই আসছে নতুন ফিচার

Last Updated:
WhatsApp Group Video: WhatsApp-এর গ্রুপ ভিডিও কলের সময় ওই কলের হোস্ট চাইলে অন্য যে কোনও কলারের অডিও বন্ধ (Mute) করে দিতে পারবেন।
advertisement
1/6
WhatsApp গ্রুপ ভিডিও কলে Message বা Mute করার সুবিধা, শীঘ্রই আসছে নতুন ফিচার
WhatsApp তাদের গ্রুপ ভিডিও কলের চালু করতে চলেছে একগুচ্ছ নতুন ফিচার। এর মাধ্যমে WhatsApp-এর গ্রুপ কলের হোস্টের হাতে আসতে চলেছে আরও অনেক ক্ষমতা। একই সঙ্গে আরও উন্নত হবে WhatsApp-এর ভিডিও কল। WhatsApp-এর গ্রুপ ভিডিও কলের সময় ওই কলের হোস্ট চাইলে অন্য যে কোনও কলারের অডিও বন্ধ (Mute) করে দিতে পারবেন। এমনকী, ভিডিও কল চলার সময় কলের হোস্ট নিজের পছন্দ অনুযায়ী যে কোনও ব্যক্তির মেসেজও মিউট করে দিতে পারবেন।
advertisement
2/6
WhatsApp তাদের গ্রুপ ভিডিও কলের নতুন এই ফিচার চালু করতে চলেছে মোবাইলের ক্ষেত্রে। Android এবং iOS ইউজারদের জন্য চালু করা হতে চলেছে নতুন এই ফিচার। এটি খুব তাড়াতাড়ি সকল ইউজারদের জন্য চালু করা হতে চলেছে। এর ফলে গ্রুপ ভিডিও কলের নতুন এই ফিচার ব্যবহার করা যাবে কিছু দিনের মধ্যেই।
advertisement
3/6
WhatsApp-এর তরফে উইল ক্যাথকার্ট (Will Cathcart) বৃহস্পতিবার টুইট করে নতুন এই ফিচার সম্পর্কে জানিয়েছেন। সেই পোস্টে WhatsApp-এর গ্রুপ ভিডিও কলের নতুন টুলস এবং বিভিন্ন ফিচার সম্পর্কেও জানানো হয়েছে। ক্যাথকার্ট জানিয়েছেন যে, WhatsApp এর গ্রুপ ভিডিও কলের বিভিন্ন ধরনের সমস্যার দিনের শেষ।
advertisement
4/6
অনেক সময়ই দেখা যায় গ্রুপ ভিডিও কলের সময়ে অনেকেই অনেক সময়ে নিজেদের মিউট করতে ভুলে যান। এর ফলে বিভিন্ন ধরনের অসুবিধা হয়। কিন্তু, নতুন ফিচারের মাধ্যমে হোস্ট তার কল মিউট করে দিতে পারবেন।
advertisement
5/6
WhatsApp-এর তরফে এখন গ্রুপ ভিডিও কলের অ্যালার্ট দেওয়া হয় নতুন কেউ সেই কলে যোগদান করলে। এর ফলে যারা সেই ভিডিও কলে যুক্ত ছিল তারা বুঝে যেতে পারেন কে ওই কলে যুক্ত হলেন। এখন WhatsApp তাদের ভিডিও কলের ক্ষেত্রে নিয়ে আসতে চলেছে আরও অনেক উন্নত ফিচার। WhatsApp এর নতুন এই ফিচার চালু হয়ে গেলে এটি Zoom, Google Meet এবং Microsoft Teams-র প্রতিযোগী হয়ে উঠতে পারে। সুতরাং WhatsApp-কেও পার্সোনাল এবং অন্য ভার্চুয়াল মিটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।
advertisement
6/6
WhatsApp বেশ কিছুদিন ধরেই তাদের ইউজারদের জন্য চালু করে চলেছে একের পর এক নতুন ফিচার। এর আগে WhatsApp তার ইউজারদের জন্য চালু করেছে চ্যাট রিয়্যাকশন, অডিও নোটস ইত্যাদির মতো বেশ কয়েকটি ফিচার। এর মধ্যে সবথেকে বড় পরিবর্তন হল WhatsApp-এর চ্যাট এবং অন্যান্য ফাইল Android এবং iOS ডিভাইসে ট্রান্সফার করা। এটি করা যাবে থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp গ্রুপ ভিডিও কলে Message বা Mute করার সুবিধা, শীঘ্রই আসছে নতুন ফিচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল