WhatsApp Global Voice Message: হোয়াটসঅ্যাপে আসছে নয়া ফিচার, চ্যাট ছেড়ে বেরিয়ে গেলেও শোনা যাবে ভয়েস মেসেজ
- Published by:Ananya Chakraborty
Last Updated:
WhatsApp Global Voice Message প্লেয়ার - যে কোনও কন্ট্যাক্টের ভয়েস মেসেজ শুনতে পাবে সেই চ্যাট উইন্ডো ওপেন না করেই
advertisement
1/5

জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp তাদের ইউজারদের জন্য নিয়ে আসছে এক নতুন ফিচার (WhatsApp Global Voice Message) । WhatsApp তাদের ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে নতুন নতুন সব ফিচার (WhatsApp New Feature)। এবার WhatsApp লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফিচার গ্লোবাল ভয়েস মেসেজ প্লেয়ার (Global Voice Message Player)। এই নতুন ফিচারের মাধ্যমে WhatsApp-এর ইউজাররা তাদের চ্যাট উইন্ডো (Chat Window) থেকে বেরিয়ে গেলেও শুনতে পাবে ভয়েস মেসেজ (Voice Message)।
advertisement
2/5
WhatsApp কয়েক মাস আগেই চালু করেছিল প্লে ভয়েস মেসেজ (Play Voice Message) ফিচার। যা বিভিন্ন ধরনের প্লেব্যাক স্পিডের (Playback Speeds) মাধ্যমে চালানো যায়। WhatsApp-এর এই ফিচারটি অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) দু'টিতেই ব্যবহার করা যায়। এখন ফেসবুকের (Facebook) নিজস্ব এই মেসেজিং অ্যাপ WhatsApp তাদের এই প্লে ভয়েস মেসেজ ফিচার আরও উন্নত করে তুলতে চায়। এর জন্য তারা লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফিচার গ্লোবাল ভয়েস মেসেজ প্লেয়ার। ডাব্লুএবেটাইনফো (WABetainfo)-র রিপোর্ট অনুযায়ী WhatsApp এই নতুন ফিচারের কাজ শুরু করে দিয়েছে।
advertisement
3/5
ডাব্লুএবেটাইনফো-র রিপোর্ট অনুযায়ী WhatsApp-এর নতুন ফিচার গ্লোবাল ভয়েস মেসেজ প্লেয়ারর (WhatsApp Global Voice Message) মাধ্যমে ইউজাররা চ্যাট উইন্ডো ছেড়ে বেরিয়ে গেলেও ভয়েস মেসেজ শুনতে পাবে। এর মাধ্যমে ইউজাররা যে কোনও কন্ট্যাক্টের ভয়েস মেসেজ শুনতে পাবে সেই চ্যাট উইন্ডো ওপেন না করেই। আর সেটা সব সময়ই দেখতে পাওয়া যাবে WhatsApp অ্যাপের অন্য কোনও সেকশন খোলা থাকলেও।
advertisement
4/5
এই নতুন ফিচারের (WhatsApp New Feature) মাধ্যমে ইউজাররা যে কোনও সময়ে ভয়েস মেসেজ বন্ধ এবং ডিলিট করতে পারবে। এর ফলে ইউজারদের বড় ভয়েস মেসেজ শুনতে সুবিধা হবে। ইউজাররা অন্য কাউকে মেসেজ পাঠানোর সময়েও ভয়েস মেসেজ শুনতে পাবে। WhatsApp-এর নতুন ফিচার গ্লোবাল ভয়েস মেসেজ প্লেয়ারের মাধ্যমে ইউজাররা গুরুত্বপূর্ণ মেসেজ পাঠানোর সময়েও শুনতে পারবে ভয়েস মেসেজ। এর ফলে তাদের কম সময়েই সেই ভয়েস মেসেজটি শোনা হয়ে যাবে।
advertisement
5/5
WhatsApp-এর নতুন ফিচার গ্লোবাল ভয়েস মেসেজ প্লেয়ার (WhatsApp Global Voice Message) আইওএস ইউজারদের ক্ষেত্রে এখনও ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। কিন্তু WhatsApp-এর তরফে প্ল্যান করা হচ্ছে যে এই নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য WhatsApp বেটার মাধ্যমে চালু করা হবে। অন্য দিকে, আইওএস ইউজারদের জন্য WhatsApp বেটা এবং WhatsApp বিজনেস বেটার মাধ্যমে চালু করা হবে।