সাবধান! WhatsApp ক্লোন অ্যাপ নজরদারি চালাচ্ছে ব্যবহারকারীদের উপর; চুরি করছে তথ্য
- Written by:Trending Desk
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বিগত ৪ মাসে জিবি হোয়াটসঅ্যাপ নামের একটি জনপ্রিয় থার্ড পার্টি হোয়াটসঅ্যাপ ভার্সনে বিশাল সংখ্যক অ্যান্ড্রয়েড স্পাইওয়্যার দেখা গিয়েছে।
advertisement
1/8

বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হল হোয়াটসঅ্যাপ। ভারতেও হোয়াটসঅ্যাপের বিশাল সংখ্যক ব্যবহারকারী রয়েছেন। এর ফলে সব সময়ই হ্যাকারদের নজর থাকে এই জনপ্রিয় অ্যাপের উপরেই। সাম্প্রতিক এই রিপোর্টেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।
advertisement
2/8
জানা গিয়েছে, ভারত হল এমন একটি দেশ, যেখানে বিপুল সংখ্যক অ্যান্ড্রয়েড ট্রোজান ডিটেকশন রয়েছে। এর মাধ্যমে ইউজারদের বিভিন্ন তথ্য চুরি করা হচ্ছে। এমনকী ভারতে এই সকল থার্ড পার্টি আনঅফিসিয়াল হোয়াটসঅ্যাপ ভার্সনের মাধ্যমে ব্যবহারকারীদের উপর নজরদারিও চালানো হচ্ছে।
advertisement
3/8
নয়া এই রিপোর্টে ভারতের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্ক করে দেওয়া হয়েছে। বিগত ৪ মাসে জিবি হোয়াটসঅ্যাপ নামের একটি জনপ্রিয় থার্ড পার্টি হোয়াটসঅ্যাপ ভার্সনে বিশাল সংখ্যক অ্যান্ড্রয়েড স্পাইওয়্যার দেখা গিয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীদের কথোপকথন এবং বিভিন্ন ধরনের তথ্যের উপর নজরদারি চালানো হচ্ছে। সাইবার সিকিউরিটি ফার্ম ইএসইটি-র রিপোর্ট অনুযায়ী এই তথ্য সামনে এসেছে।
advertisement
4/8
এমন বেশ কিছু দুষ্ট অ্যাপ রয়েছে, যাদের ক্ষমতা অত্যন্ত বেশি। এর মাধ্যমে তারা বিভিন্ন ধরনের তথ্য হাতিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের অডিও এবং ভিডিও রেকর্ডিং পর্যন্ত করতে সক্ষম। রিপোর্টে জানানো হয়েছে যে, গুগল প্লে স্টোরে এই ধরনের ক্লোন অ্যাপ না-থাকলেও, বিভিন্ন ধরনের ডাউনলোড ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপের এই ভার্সন পাওয়া যাচ্ছে। যার মধ্যে লুকিয়ে রয়েছে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার।
advertisement
5/8
২০২২ সালের মে থেকে অগাস্ট মাস পর্যন্ত চিনের (৫৩ শতাংশ) পরেই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ভারতের (৩৫ শতাংশ) স্থান রয়েছে। যা জিওলোকেশনে উঠে এসেছে।
advertisement
6/8
আইওটি বটনেট মোজি অনুযায়ী, ৫০০,০০০ এর মধ্যে প্রায় ২৩ শতাংশ বট ড্রপ করেছে। মে থেকে অগাস্ট মাসে এর সংখ্যা ৩৮৩০০০। ভারত এবং চিনে এই ইন্টারনেট অফ থিঙ্কস অর্থাৎ বট ড্রপের সংখ্যা সবথেকে বেশি অন্যান্য দেশের তুলনায়। রিপোর্টে জানানো হয়েছে যে, এই মোজি বটনেট হল অটোপাইলট, এটি চলে মানুষের সাহায্য ছাড়াই। এর জন্য ২০২১ সালে একজন জনপ্রিয় লেখককে গ্রেফতারও করা হয়েছিল।
advertisement
7/8
ইএসএটি-র চিফ রিসার্চ অফিসার রোমান কোভাক জানিয়েছেন যে, রাশিয়া হল আর একটি দেশ, যারা বেশি টার্গেট করে র্যানসামওয়ারের উপর। এর মধ্যে যুদ্ধের জন্য রাজনৈতিক ভাবেই বেশ কিছু আক্রমণ করা হয়েছে। সেই রিপোর্টে আরও জানানো হয়েছে যে, বাড়ির ইন্টারনেট ব্যবহারকারীদের এ ক্ষেত্রে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।
advertisement
8/8
কোভাক জানিয়েছেন যে, এর মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। কারণ এটি সরাসরি আঘাত হানতে পারে ভার্চুয়াল এবং ফিজিক্যাল কারেন্সির উপর। অর্থাৎ অনলাইন শপিং যাঁরা বেশি করেন, তাঁদেরকে আরও সতর্ক হতে হবে।