Laptop Repair: ল্যাপটপে জল পড়ে গিয়েছে? মুহূর্তে এই কাজগুলি করলে হবে না কোনও ক্ষতি
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
What to Do If Your Computer Suffers Water Damage: এখন ওয়ার্ক ফ্রম হোমের যুগ। বাড়িতে বসেই কাজ সারছেন অনেকে। সেই কারণে বাড়িতে সারাদিনের সঙ্গী ল্যাপটপ।
advertisement
1/6

এখন ওয়ার্ক ফ্রম হোমের যুগ। বাড়িতে বসেই কাজ সারছেন অনেকে। সেই কারণে বাড়িতে সারাদিনের সঙ্গী ল্যাপটপ। কিন্তু বাড়িতে কাজের নানারকম সমস্যাও আছে। তার মধ্যে একটা হল একটু অসতর্ক হয়ে, বাড়ির মতো আরাম করে কাজ করা। সেই কারণেই অনেকসময় ঘটে বিপত্তি। জলীয় কোনও জিনিস যদি ল্যাপটপের উপর পড়ে, তাহলে আপনার একমাত্র যন্ত্রটির দফারফা হতে পারে। ছবি: পিক্সাবে
advertisement
2/6
তাই দেখে নিন, জল পড়ার সঙ্গে সঙ্গে যে পদক্ষেপ করলে আপনার ল্যাপটপের তেমন কোনও ক্ষতি হবে না। হলেও সামান্য ক্ষতিতেই তাকে আটকে রাখতে পারবেন। ছবি: পিক্সাবে
advertisement
3/6
জল পড়ার সঙ্গে সঙ্গে ল্যাপটপ বন্ধ করে দিন। সমস্ত পাওয়ার সোর্স থেকে এটিকে ডিসকানেক্ট করুন। তাহলে জলের কারণে আপনার ল্যাপটের বড় কোনও ক্ষতি হবে না। যদি ল্যাপটপে বেশি জল না পড়ে থাকে, তাহলে কিছুক্ষণ রেখে দিন এটি, জল শুকিয়ে গেলে ফের চালু করুন। বেশি জল পড়লে আলাদা করে যন্ত্র দিয়ে শুকিয়ে ফেলার ব্যবস্থা করুন। ছবি: পিক্সাবে
advertisement
4/6
জলের কারণে আপনার কী কী ক্ষতি হতে পারে, সেটা জানা থাকলেও বুঝতে পারবেন জল পড়ার পর ল্যাপটপের কোনও অংশের কাজ সঙ্গে সঙ্গে বন্ধ করা উচিত। আপনি যদি বাড়িতে ল্যাপটপ খুলতে পেরে থাকেন, তাহলে জল পড়ার পর ল্যাপটপের সব অংশ খুলে রাখুন। যাতে জল শুকিয়ে যায়। না হলে বাড়ির পাশের দোকানটিতে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যান, তাঁরা খুলে সবটা শুকিয়ে দিতে পারবেন। ছবি: পিক্সাবে
advertisement
5/6
ল্যাপটপ সামনে চিনি আছে এমন জিনিস নিয়ে সব সময় সতর্ক থাকবেন। দেখবেন, যদি চিনি যুক্ত কোনও তরল ল্যাপটপে পড়ে, তাহলে ল্যাপটপের ভিতরে একটি সাদা পাউডারের মতো জিনিস তৈরি হয়, যার আস্তরণের কারণে ল্যাপটপে চার্জ হওয়া বন্ধ হয়ে যায়। অনেক সময় এই কারণেই ল্যাপটপ অন হতে চায় না। ছবি: পিক্সাবে
advertisement
6/6
ল্যাপটপে জল পড়ার পর তা খারাপ হওয়াকে তরান্বিত করে ইলেকট্রিক সংযোগ। সেই কারণে সঙ্গে সঙ্গে তা বিদ্যুৎ বিচ্ছিন্ন করা জরুরি। সেই সঙ্গে, যত দ্রুত আপনি কাছের কম্পিউটারের দোকানে এটিকে নিয়ে যাবেন, তত বেশি সম্ভাবনা থাকবে এটি ঠিক হয়ে যাওয়ার। ছবি: পিক্সাবে