TRENDING:

Vodafone Idea Plans: একবার রিচার্জে পরিবারের সবাই পাবে আনলিমিটেড ইন্টারনেট! দারুন প্ল্যান আনল Vi

Last Updated:
কারও ওয়ার্ক ফ্রম হোম, কারও অনলাইন ক্লাস। গোটা পরিবার পাবে আনলিমিটেড ডেটা ও ভয়েল কলের সুবিধা। জেনে নিন এই রিচার্জ সম্পর্কে।
advertisement
1/5
একবার রিচার্জে পরিবারের সবাই পাবে আনলিমিটেড ইন্টারনেট! দারুন প্ল্যান আনল Vi
Vodafone Idea (Vi) এবার লঞ্চ করল RedX ফ্যামিলি প্ল্যান। তিন অথবা পাঁচ সদস্যের পরিবারের সবাই পাবেন আনলিমিটেড ডেটা।
advertisement
2/5
1,699 ও 2,299, এই দুটি রিচার্জ করতে পারবেন গ্রাহকরা। এই রিচার্জের সব থেকে গুরুত্বপূর্ণ দিক হল লক ইন পিরিয়ড। এই প্ল্যান নিলে গ্রাহককে অন্তত ৬ মাস পরিষেবা গ্রহণ করতে হবে।
advertisement
3/5
গ্রাহক চাইলে ৬ মাসের আগে প্ল্যান থেকে বেরিয়ে যেতে পারেন। সেক্ষ্ত্রে তিন হাজার টাকার এক্জিট ফি দিতে হবে। তবে গ্রাহক নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি হটস্টারের ভিআইপি মেম্বারশিপ পাবেন এক বছরেরস জন্য।
advertisement
4/5
আসলে এখন অনেক পরিবারেই প্রচুর ইন্টারনেটের প্রয়োজন হচ্ছে। কারও ওয়ার্ক ফ্রম হোম,, কারও স্কুলের অনলাইন ক্লাস। তাই গোটা পরিবারের ইন্টারনেটের চাহিদা মেটাতে এই প্ল্যান লঞ্চ করেছে ভিআই।
advertisement
5/5
ফোর জি আনলিমিটেড ডেটার সঙ্গে পরিবারের প্রত্যেক সদস্য আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও পাবেন গ্রাহকরা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Vodafone Idea Plans: একবার রিচার্জে পরিবারের সবাই পাবে আনলিমিটেড ইন্টারনেট! দারুন প্ল্যান আনল Vi
Open in App
হোম
খবর
ফটো
লোকাল