TRENDING:

Vodafone Idea আনল ১৫১ টাকার নয়া প্ল্যান, পাবেন Disney+Hotstar সাবস্ক্রিপশন বিনামূল্যে

Last Updated:
Vi launches Rs 151 prepaid plan: এই ডেটা প্যাকের সঙ্গে Disney+ Hotstar-এর অফার থাকছে আগামী ৩ মাসের জন্য।
advertisement
1/6
Vi আনল ১৫১ টাকার নয়া প্ল্যান, পাবেন Disney+Hotstar সাবস্ক্রিপশন বিনামূল্যে
Vodafone Idea নিয়ে এল সাশ্রয়ী মূল্যের নতুন প্রিপেড প্ল্যান, যার দাম মাত্র ১৫১ টাকা। এ ছাড়া সঙ্গে থাকছে তিন মাসের সাবস্ক্রিপশন-সহ Disney+ Hotstar-এর অফার। তবে Vodafone Idea-এর ১৫১ টাকার প্রিপেড প্ল্যানটিতে আনলিমিটেড সুবিধা পাবেন না গ্রাহকের, কলিং বা এসএমএসের সুবিধেও থাকছে না। এই প্ল্যানে ব্যবহারকারীদের শুধুমাত্র ৩০ দিনের জন্য ৮ জিবি ডেটার অফার পাবেন।
advertisement
2/6
এই ডেটা প্যাকের সঙ্গে Disney+ Hotstar-এর অফার থাকছে আগামী ৩ মাসের জন্য। যাঁরা আনলিমিটেড কলিং, এসএমএস এবং ৮জিবি ডেটা ও Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন চাইছেন তাদের আরও বেশি মূল্যের রিচার্জ করাতে হবে। ১৫১ টাকার ডেটা প্যাক ছাড়াও Vodafone আরও ৬টি নতুন অফার নিয়ে এসেছে যাতে Disney+ Hotstar-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন-সহ অন্যান্য সুবিধে থাকছে।
advertisement
3/6
Vodafone-এর নতুন স্কিমে মাত্র ৩৯৯ টাকায় পাওয়া যাচ্ছে একগুচ্ছ অফার। এতে থাকছে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস-এর সুবিধে এবং প্রতিদিন ২.৫জিবি করে ডেটা প্যাকের সুবিধে। অন্য আরেকটি ৪৯৯ টাকার প্ল্যানে গ্রাহকেরা পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধে-সহ ১০০টি এসএমএস-এর অফার। এই প্ল্যানটি ২৮ দিনের জন্য প্রযোজ্য। ৬০১ টাকার Vodafone প্রিপেড প্ল্যানে ৪৯৯ টাকার প্ল্যানের মতোই সব সুবিধে থাকছে, কেবলমাত্র ২.৫জিবি ডেটার বদলে এই প্ল্যানে গ্রাহকরা ৩জিবি ডেটা প্যাকের সুবিধে পাবেন।
advertisement
4/6
৬০১ টাকার প্রিপেড প্ল্যান ছাড়াও Vodafone নিয়ে এসেছে বিনামূল্যে নতুন Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন অফার। মাত্র ৯০১ টাকা এবং ১০৬৬ টাকা প্রিপেড প্ল্যানে গ্রাহকরা ১ বছরের জন্য বিনামূল্যে Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশনের অফার পাবেন। এর মধ্যে ৯০১ টাকার প্ল্যানে ১ বছরের জন্য বিনামূল্যে Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন অফার-সহ প্রতিদিন ৩জিবি ডেটা প্যাক ও ৭০ দিনের ভ্যালিডিটি পাবেন। ১০৬৬ টাকার প্ল্যানটিতে থাকছে ২জিবি ডেটা প্যাক ও ৮৪ দিনের ভ্যালিডিটি।
advertisement
5/6
এ ছাড়াও বেশি মূল্যের প্রিপেড প্ল্যানে অর্থাৎ ৩,০৯৯ টাকা মূল্যের প্রিপেড প্ল্যানে রয়েছে ৩৬৫ দিনের ভ্যালিডিটি, ১ বছরের জন্য বিনামূল্যে Disney+ Hotstar-এর মোবাইল সাবস্ক্রিপশন, দৈনিক ১.৫জিবি ইন্টারনেট ডেটা প্যাকের সুবিধে।
advertisement
6/6
১৫১ টাকার প্ল্যানটি বাদে উপরের সমস্ত প্ল্যানে গ্রাহকদের জন্য ‘Binge All Night’, ‘Weekend Data Rollover’ ইত্যাদির সুবিধা থাকছে। Vodafone-এর ‘Binge All Night’ অফারে গ্রাহকরা সকাল ১২টা থেকে ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা প্যাকের সুবিধা পাবেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Vodafone Idea আনল ১৫১ টাকার নয়া প্ল্যান, পাবেন Disney+Hotstar সাবস্ক্রিপশন বিনামূল্যে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল