TRENDING:

‌পেট্রোলের খরচ নেই!‌ সেরা ই–বাইকের মধ্যে তালিকা দেখে নিন

Last Updated:
ই–বাইক বা চার্জ নির্ভর বাইক এখন আর অবিশ্বাস্য কোনও বিষয় নয়। বরং পরিবেশকে রক্ষা করতে ও জ্বালানির খরচ বাঁচিয়ে জীবন চালাতে এখন অনেকেই ই বাইকের দিকে ঝুঁকছেন। কিন্তু কোন ই–বাইকগুলি ভারতের বাজারে সবচেয়ে বেশি লাভজনক?‌ দেখে নিন সেই বাইকগুলির একটি তালিকা।
advertisement
1/5
‌পেট্রোলের খরচ নেই!‌ সেরা ই–বাইকের মধ্যে তালিকা দেখে নিন
• Ather 450 – এই ই বাইকের দাম ১,১৩,৭১৫ টাকা। এটির ব্যাটারি ক্যাপাসিটি ২.‌৭ kWh‌। সাধারণত এই গাড়িটি চলতে পারে ৫৫ থেকে ৭৫ কিলোমিটারের মধ্যে। চার্জ দিতে হয় ৫ ঘণ্টা। সর্বোচ্চ গতি হতে পারে ৮০ কিলোমিটার।
advertisement
2/5
• Revolt RV 400 :‌ এই ই বাইকের দাম ১,২৯,৪৬৩ টাকা। এটির ব্যাটারি ক্যাপাসিটি ৩.২৪ kWh‌। সাধারণত এই গাড়িটি চলতে পারে ৮০ থেকে ১৫০ কিলোমিটারের মধ্যে। চার্জ দিতে হয় ৪.‌৫ ঘণ্টা। সর্বোচ্চ গতি হতে পারে ৮০ কিলোমিটার।
advertisement
3/5
• Bajaj Chetak:‌ এই ই বাইকের দাম ১,০৭,০০০ টাকা। এটির ব্যাটারি ক্যাপাসিটি ৩ kWh‌। সাধারণত এই গাড়িটি চলতে পারে ৮৫ থেকে ৯৫ কিলোমিটারের মধ্যে। চার্জ দিতে হয় ৫ ঘণ্টা। সর্বোচ্চ গতি হতে পারে ৭৮ কিলোমিটার।
advertisement
4/5
• TVS iQube Electric :‌ এই ই বাইকের দাম ১,১৫,০০০ টাকা। এটির ব্যাটারি ক্যাপাসিটি ৪.‌৫ kWh‌। সাধারণত এই গাড়িটি চলতে পারে ৭৫ কিলোমিটারের মধ্যে। চার্জ দিতে হয় ৫ ঘণ্টা। সর্বোচ্চ গতি হতে পারে ৭৮ কিলোমিটার।
advertisement
5/5
• Okinawa iPraise :‌ এই ই বাইকের দাম ১,২৩,০০০ টাকা। এটির ব্যাটারি ক্যাপাসিটি ৩.‌৩ kWh‌। সাধারণত এই গাড়িটি চলতে পারে ১৬০ (‌ইকো মোড)‌ কিলোমিটারের মধ্যে। চার্জ দিতে হয় ৪ ঘণ্টা। সর্বোচ্চ গতি হতে পারে ৭০ কিলোমিটার।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
‌পেট্রোলের খরচ নেই!‌ সেরা ই–বাইকের মধ্যে তালিকা দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল