TRENDING:

Window AC ঘরের বাইরের দিকে কেন কাত করে রাখা হয়? কারণ জানলে চমকে যাবেন

Last Updated:
অনেক সময়ই দেখা যায় বাড়ির Window AC ইনস্টল করার অনেকে একটু বাইরের দিকে হেলিয়ে বসান হয়েছে, কেন
advertisement
1/8
Window AC ঘরের বাইরের দিকে কেন কাত করে রাখা হয়? কারণ জানলে চমকে যাবেন
ভারতে গ্রীষ্মকাল পড়তে না পড়তেই এসি এবং কুলার ব্যবহার বেড়ে যায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন গরমের মাত্রাও বেশি থাকে। এখন প্রায় সব বাড়িতেই এসি চলে। আবার বহু বছর ধরেই এসি ব্যবহার করেন অনেকে।
advertisement
2/8
অনেক সময়ই দেখা যায় বাড়ির উইন্ডো এসি ইনস্টল করার অনেকে একটু বাইরের দিকে হেলিয়ে বসান হয়েছে। আসলে এর সঙ্গে সরাসরি জলের সম্পর্ক রয়েছে। এসির ভিতরে জমা জল বের করে দেওয়ার জন্যই এমন করা হয়। যদি উইন্ডো এসির ইউনিটটি ভিতরের দিকে কাত হয়ে থাকে তাহলে ড্রেনপাইপের সাহায্যে জল বের করে দিতে অসুবিধা হতে পারে।
advertisement
3/8
এই ড্রেনপাইপটি এসির বাইরে ইউনিটের পিছনে থাকে। তবে অনেক সময় এমনিতেও এসি থেকে জল বেরিয়ে আসতে পারে। তাই একটু বাইরের দিকে হেলিয়ে রাখা হয়। যদি উইন্ডো এসি থেকে জল না বেরিয়ে যায়, তাহলে গোটা ইউনিটটি একটু কাত করে দিতে হবে।
advertisement
4/8
অনেকে আবার মনে করেন এতে এসি-র ক্ষমতা বাড়ে, শব্দের মাত্রাও কিছুটা কমে। কিন্তু সেসব তথ্য সঠিক নয়।
advertisement
5/8
যদি এসি-র সামনের অংশ অর্থাৎ ইনডোর ইউনিট থেকে জল না বেরোয় তবে তা কোনও দিকেই কাত করার প্রয়োজন নেই। আসলে বিষয় হল, উইন্ডো এসি ইউনিটের ড্রিপ প্যানে জল জমা হয় থাকে।
advertisement
6/8
এই ড্রিপ প্যানটি মেশিনের নিচের দিতে লাগানো থাকে। একই সময়ে, বাইরের ইউনিটে লাগানো ড্রেনপাইপটি সেই জল ক্রমাগত বের করে দেয়। ফলে ড্রিপ প্যান কখনও উপচে যেতে পারে না।
advertisement
7/8
ড্রেন পাইপ সঠিকভাবে কাজ করার জন্য ড্রিপ প্যানের সঙ্গে তা যু্ক্ত করে দিতে করতে হবে। এমন পরিস্থিতিতে যদি উইন্ডো এসি ভিতরের দিকে কাত হয়ে যায়, তাহলে ড্রিপ প্যানের পরিবর্তে ইনডোর ইউনিটে জল জমা হতে পারে।
advertisement
8/8
সেক্ষেত্রে ড্রেন পাইপে পৌঁছানোতে গেলে জলের পরিমাণ বৃদ্ধি পেতে হবে। কিন্তু এভাবে জলের স্তর বাড়তে থাকলে, এসি ইউনিটের ভিতরেই জল পড়তে শুরু করে। তখন ঘরে জল পড়ে। তাই একটু হেলিয়ে রাখা হয় বাইরের ইউনিট।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Window AC ঘরের বাইরের দিকে কেন কাত করে রাখা হয়? কারণ জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল