এই ৫টি সুপার কুল গ্যাজেট আছে? আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে গরম
- Published by:Ananya Chakraborty
Last Updated:
এমন কিছু উপকরণ রয়েছে যার দাম ৫০০ টাকারও কম। এগুলি খানিকটা হলেও শীতলতার অনুভূতি দিতে পারে বাড়িতে বা রাস্তাঘাটে।
advertisement
1/8

গরমের মাত্রা সহ্যসীমার পার করে গিয়েছে অনেকদিন। আপাতত আরও কয়েকদিন দাবদাহে কষ্ট পেতে হবে। শহর কলকাতাই হোক, বা অন্যত্র—গরমের দাপটে অতিষ্ঠ দেশবাসী।
advertisement
2/8
এরই মধ্যে অনেকে বাড়ির জন্য কিনে ফেলেছেন এয়ার কন্ডিশনিং মেশিন। কিন্তু ঘটনা হল সকলের তা কেনার সাধ্য নেই। যাঁদের আছে, তাঁদেরও সব সময় এই যন্ত্র ব্যবহার করা একেবারেই উচিত নয়। কারণ এই যন্ত্র অনেকাংশে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। ফলে নিজেকে ঠান্ডা রাখার অন্য, পরিবেশ বান্ধব বা কম ক্ষতিকর উপায় খুঁজে নেওয়াই একজন দায়িত্বশীল নাগরিকের কাজ।
advertisement
3/8
এমন কিছু উপকরণ রয়েছে যার দাম ৫০০ টাকারও কম। এগুলি খানিকটা হলেও শীতলতার অনুভূতি দিতে পারে বাড়িতে বা রাস্তাঘাটে। দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
4/8
নেক কুলিং টিউব — এটি এক ধরনের সিলিকন টিউব। নিজের বাড়ির রেফ্রিজারটরে আধ ঘণ্টা রেখে দিলেই দারুন ঠান্ডা হয়ে যায়। তারপর দেড় থেকে দু’ঘণ্টা আরাম দিতে পারে। এই ব্যান্ড নিজের ঘাড় লাগিয়ে রাখলে খানিকটা স্বস্তি মিলবে। যেকোনও ই-কমার্স ওয়েবসাইটে ৩৫০ থেকে ৫০০ টাকার মধ্যে কিনতে পাওয়া যায়।
advertisement
5/8
পোর্টেবল কুলার — ৫০০ গ্রামেরও কম ওজনের এই কুলারটি ব্যাটারি এবং ইউএসবি কেবলের সাহায্যে চলে। এর ছোট্ট স্টোরেজ বক্সে বরফ বা জল রাখা যায়। এই মিনি কুলার ব্যাটারির সাহায্যে প্রায় ৮ ঘণ্টা চলতে পারে। ই-কমার্স ওয়েবসাইটগুলিতে ৩৫০ থেকে ৬০০ টাকায় পাওয়া যায়।
advertisement
6/8
রিচার্জেবল হ্যান্ড ফ্যান — ব্যাটারিতে চলা এই হ্যান্ড ফ্যান পাওয়া যায় মাত্র ৩০০ থেকে ৪৫০ টাকায়। টর্চ বা হেডফোন যেভাবে চার্জ করা হয়, সেই ভাবে এই ফ্যানও চার্জ করা যেতে পারে। ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে, তারপর হাওয়া দেবে তিন থেকে চার ঘণ্টা।
advertisement
7/8
হাইড্রাকুল তোয়ালে — বিশেষ মাইক্রোফাইবার দিয়ে তৈরি এই কুলিং তোয়ালে জলে ভিজিয়ে রাখলেই ঠান্ডা হয়ে যায়। এই তোয়ালে দিয়ে শরীর মুছলে শীতলতার অনুভূতি হয়। বিভিন্ন ব্র্যান্ডের এই তোয়ালের দাম ২৫০ থেকে ৭০০ টাকা পর্যন্ত।
advertisement
8/8
নেকব্যান্ড ফ্যান — ঘাড়ের কাছে ঘুরতে থাকা নিজস্ব পাখা। দারুন কাজের জিনিস। ৩০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। দাম নির্ভর করে ব্র্যান্ড এবং মানের উপর। ব্যাটারি চালিত এই যন্ত্র সম্পূর্ণ চার্জ হয়ে গেলে তিন থেকে চার ঘণ্টা চলতে পারে।