WhatsApp Video Call: ভিডিও কলে ‘ডিজিটাল অবতার’! WhatsApp আনতে পারে নতুন ফিচার
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
WhatsApp Video Call: শুধু তাই নয়, এই অবতারের সঙ্গেই করা যাবে ভিডিও কল
advertisement
1/6

Whatsapp অনেকগুলি প্রয়োজনীয় ফিচার যোগ করেছে নতুন করে। গত কয়েক মাসে এই আপডেট করা হয়েছে। কিন্তু এই মেসেজিং প্ল্যাটফর্মে এ বার আসতে চলেছে কিছু মজাদার জিনিস। নতুন এক রিপোর্টে বলা হয়েছে, Meta-অধীনস্থ মেসেজিং অ্যাপটি শীঘ্রই তার ব্যবহারকারীদের ডিজিটাল অবতার তৈরি করে দিতে পারে। শুধু তাই নয়, এই অবতারের সঙ্গেই করা যাবে ভিডিও কল।
advertisement
2/6
WAbetainfo-এর রিপোর্ট অনুযায়ী, এই ফিচারটি এখনও পরীক্ষা নিরীক্ষা স্তরে রয়েছে। তাই হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ব্যবহারকারীদের হাতে পৌঁছতে কিছুটা সময় লাগবে। বর্তমানে ভার্চুয়াল অবতারগুলি ডিজিটাল ইকোসিস্টেমের একটি মূল অংশ হয়ে উঠেছে। iPhone-এ নিজস্ব ‘মেমোজি’ সংস্করণ রয়েছে। তাতে সেলফি ক্যামেরায় ‘ফেস সেন্সর’ ব্যবহার করে তৈরি করা যেতে পারে ডিজি অবতার।
advertisement
3/6
আসলে ভার্চুয়াল অবতারগুলি হোয়াটসঅ্যাপের অভিভাবক সংস্থা, Meta-এর মাল্টিভার্সের পরিকল্পনা জন্য ব্যবহৃত হতে চলেছে। এর ফলে Whatsapp এবং Meta-র অন্য অবতারগুলি একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে Meta-র অন্য পণ্যের মতো।
advertisement
4/6
রিপোর্টে WhatsApp ভিডিও কল ইন্টারফেসের একটি ক্লিপ দেখা যাচ্ছে। এতে মূল স্ক্রিনের ঠিক নীচে, ‘সুইচ টু অবতার’ অপশন দেখা যাচ্ছে। তবে এমনটা হতেই পারে নির্দিষ্ট কিছু ডিভাইসে এই ‘অবতার’ ফিচারটি সিমাবদ্ধ রইল। কারণ সব ডিভাইসে যদি অবতার তৈরির মতো পরিস্থিতি না থাকে, তা হলে এই অবতার তৈরি নাও হতে পারে।
advertisement
5/6
অথবা WhatsApp স্টিকার ব্যবহার করতে পারে, যা ভিডিও কল ইন্টারফেসে পেস্ট করতে হতে পারে। এ বিষয়ে এখনই নিঃসংশয় হয়ে কিছু বলা যাচ্ছে না। কারণ সবটাই পরীক্ষা নিরীক্ষা স্তরে রয়েছে। তবে এমনও হতে পারে গুণগত পরীক্ষায় পাশ না করতে পারলে এই ফিচারটি Whatsapp চালুই করল না!
advertisement
6/6
সাধারণ Whatsapp এ সব বিষয়ে খুবই সতর্ক থাকে। নতুন ফিচার চালু করা বা যে সব ফিচার কাজ করে না তা বন্ধ করে দেওয়ার বিষয়ে বেশ খুঁতখুঁতে তারা। তবে সে যাই হোক, Whatsapp ভিডিও কলে ভার্চুয়াল অবতারের ধারণাটি বেশ মজাদার বলেই মনে করা হচ্ছে।
