TRENDING:

Air Conditioner | Electricity Bill: দিনভর চালান AC, তা-ও আসবে না বিদ্যুৎ বিল! এমনও হয় নাকি, সত্যি.. কীভাবে?

Last Updated:
রাজ্যজুড়ে ফের তাপপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর৷ গরমে রীতিমতো হাঁসফাঁস অবস্থা মানুষের৷ অনেকেই নিশ্চই ভাবছেন এয়ার কান্ডিশনার কেনার কথা৷ কিন্তু এসি চালাতে প্রচুর বিদ্যুৎ খরচ হয়৷ ফলে পকেটের পড়ে টান৷ এমন অবস্থায় একটি বিকল্প এসি এসেছে বাজারে। এতে, শুধুমাত্র একবার বিনিয়োগ করলেই বিদ্যুৎ বিল নিয়ে দুশ্চিন্তা থেকে চিরতরে মুক্ত হয়ে যাবেন।
advertisement
1/6
দিনভর চালান AC, তা-ও আসবে না বিদ্যুৎ বিল! এমনও হয় নাকি, সত্যি.. কীভাবে?
রাজ্যজুড়ে ফের তাপপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর৷ গরমে রীতিমতো হাঁসফাঁস অবস্থা মানুষের৷ অনেকেই নিশ্চই ভাবছেন এয়ার কান্ডিশনার কেনার কথা৷ কিন্তু এসি চালাতে প্রচুর বিদ্যুৎ খরচ হয়৷ ফলে পকেটের পড়ে টান৷ এমন অবস্থায় একটি বিকল্প এসি এসেছে বাজারে। এতে, শুধুমাত্র একবার বিনিয়োগ করলেই বিদ্যুৎ বিল নিয়ে দুশ্চিন্তা থেকে চিরতরে মুক্ত হয়ে যাবেন।
advertisement
2/6
সোলার এসি সোলার প্যানেলের মাধ্যমে সূর্যের আলো থেকে উৎপন্ন শক্তিতে কাজ করে। যে কারণে বিদ্যুতের বিলও বেশি আসে না। অন্যদিকে, নিয়মিত বিদ্যুৎচালিত এসি ব্যবহার করলে বিদ্যুৎ খরচ হয় অনেক। এর রক্ষণাবেক্ষণ খরচও অনেক বেশি। (চিত্র ক্রেডিট: আমাজন)
advertisement
3/6
সোলার এসি-তে সাধারণ এসির তুলনায় সুযোগ সুবিধা অনেক বেশি। বিদ্যুৎচালিত এসি শুধু বিদ্যুতের মাধ্যমেই কাজ করে। অন্যদিকে, সোলার এসি তিনটি উপায়ে ব্যবহার করা যায়৷ আপনি এটি সোলার পাওয়ার, সোলার ব্যাটারি ব্যাঙ্ক এবং ইলেকট্রিসিটি গ্রিড দিয়েও চালাতে পারেন। (চিত্র ক্রেডিট: আমাজন)
advertisement
4/6
যদিও, সোলার এসির দাম বিদ্যুৎচালিত এসির চেয়ে বেশি৷ কিন্তু, একবার একটু বেশি টাকা ব্যয় করে এটি ইনস্টল করলেই বাড়তি বিদ্যুতের বিল থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। আপনি আপনার নিকটস্থ দোকান থেকে এর দাম জানতে পারেন। (চিত্র ক্রেডিট: আমাজন)
advertisement
5/6
সোলার এসির জন্য বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হয়। যদিও সোলার প্যানেল শুধুমাত্র দিনের বেলায় কাজ করে, তবে আপনি ব্যাটারি স্টোরেজ ইউনিটও পাবেন, যার সাহায্যে আপনি রাতে ব্যাটারির মাধ্যমে এসি চালাতে পারবেন। (চিত্র ক্রেডিট: আমাজন)
advertisement
6/6
সোলার এসি লাগানোর অনেক সুবিধা রয়েছে। এটি বিদ্যুতের মাধ্যমে চলে না, তাই আপনি বাড়তি বিদ্যুৎ বিলের থেকে মুক্তি পান। বিদ্যুৎচালিত এসি-তে যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, যেমন – অটো স্টার্ট মোড, টার্বো কুল মোড, ড্রাই মোড, স্লিপ মোড, অন-অফ টাইমার, অটো ক্লিন, স্পিড সেটিং, লাভার স্টেপ অ্যাডজাস্ট এবং রিমোটে গ্লো বোতাম। সেগুলি এতেও রয়েছে৷ (চিত্র ক্রেডিট: আমাজন)
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Air Conditioner | Electricity Bill: দিনভর চালান AC, তা-ও আসবে না বিদ্যুৎ বিল! এমনও হয় নাকি, সত্যি.. কীভাবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল