TRENDING:

ঘর-বাড়ি থাকবে আরও সুরক্ষিত, ফিঙ্গারপ্রিন্ট বা পরিচিত মুখ ছাড়া খুলবেই না দরজা

Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলে কী কী ধরনের স্মার্ট ডোর লক পাওয়া যাচ্ছে।
advertisement
1/6
ঘর-বাড়ি থাকবে আরও সুরক্ষিত, ফিঙ্গারপ্রিন্ট বা পরিচিত মুখ ছাড়া খুলবেই না দরজা
অ্যামাজনে চলছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভেল সেল। এই সেলে গ্রাহকরা ইলেকট্রনিক প্রোডাক্ট, গ্যাজেট, অডিও প্রোডাক্টের মতো বিভিন্ন ধরনের জিনিস খুবই কম দামে ক্রয় করতে পারবে। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলে বিভিন্ন ধরনের স্মার্ট ডোর লক পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে। এই ধরনের স্মার্ট ডোর লক খোলা এবং বন্ধ করার জন্য স্মার্টফোন ব্যবহার করা যাবে।
advertisement
2/6
অর্থাৎ যে সকল গ্রাহক তাঁদের ঘরবাড়িকে আরও স্মার্ট করতে চান, তাঁদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের স্মার্ট ডোর লক। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলে এই ধরনের স্মার্ট ডোর লক পাওয়া যাচ্ছে ১৫,০০০ টাকারও কমে। এক নজরে দেখে নেওয়া যাক অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলে কী কী ধরনের স্মার্ট ডোর লক পাওয়া যাচ্ছে।
advertisement
3/6
L&G Digital Smart Door Lock - অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলে এই স্মার্ট ডোর লকের ওপর পাওয়া যাচ্ছে ১৭,৯৯৯ টাকার ছাড়। এর ফলে এই স্মার্ট ডোর লক পাওয়া যাচ্ছে মাত্র ১২,০০০ টাকায়। এই স্মার্ট ডোর লক কাঠের দরজা ছাড়াও মেটালের দরজাতেও লাগানো সম্ভব। এই স্মার্ট ডোর লকে রয়েছে আলাদা আলাদা ৬টি অ্যাক্সেস মোড। এর মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, নিউম্যারিকাল পাসকোড, আরএফআইডি কোড, ওটিপি ইত্যাদি।
advertisement
4/6
QUBO Smart Door Lock From Hero Group - অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলে এই স্মার্ট ডোর লকের ওপর পাওয়া যাচ্ছে ১৬,০০০ টাকার ছাড়। এর ফলে এই স্মার্ট ডোর লক পাওয়া যাচ্ছে মাত্র ১৩,৯৯০ টাকায়। এই স্মার্ট ডোর লকে রয়েছে লক ফিঙ্গারপ্রিন্ট পাসকোড, ব্লুটুথ, মোবাইল অ্যাপ, আরএফআইডি অ্যাকসেস ইত্যাদি সহ ৫টি আনলকিং সিস্টেম।
advertisement
5/6
LAVNA Wi-Fi Smart Door Lock - অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলে এই স্মার্ট ডোর লকের উপর পাওয়া যাচ্ছে ৯২০৯ টাকার ছাড়। এর ফলে এই স্মার্ট ডোর লক পাওয়া যাচ্ছে ১০,৭৯০ টাকায়। এই স্মার্ট ডোর লকে রয়েছে লক ফিঙ্গারপ্রিন্ট, আরএফআইডি কার্ড, ওটিপি, মোবাইল অ্যাপ সহ ৭টি আনলকিং সিস্টেম।
advertisement
6/6
Valencia Hola Smart Door Lock With Fingerprint - অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলে এই স্মার্ট ডোর লকের ওপর পাওয়া যাচ্ছে ১৩৫০০ টাকার ছাড়। এর ফলে এই স্মার্ট ডোর লক পাওয়া যাচ্ছে মাত্র ৮৪৯৯ টাকায়। এই স্মার্ট ডোর লকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্সেস। এর ফলে পাসওয়ার্ড এবং চাবি ভুলে যাওয়ার সমস্যা তৈরি হবে না। এই স্মার্ট ডোর লকে টাচ কিপ্যাড টেকনোলজির মাধ্যমে বিভিন্ন ধরনের পিনকোড দিয়ে লক এবং আনলক করা সম্ভব।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ঘর-বাড়ি থাকবে আরও সুরক্ষিত, ফিঙ্গারপ্রিন্ট বা পরিচিত মুখ ছাড়া খুলবেই না দরজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল