TRENDING:

NIJ Accelero: এক চার্জে চলবে ১৯০ কিলোমিটার! নতুন ই-বাইকের আকর্ষণীয় দাম অবাক করা

Last Updated:
E-Bike News: সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এটির যে পাওয়ার পকেট রয়েছে, সেটিকে চার্জ করতে একটি থ্রি-এ পাওয়ার সকেট লাগবে।
advertisement
1/5
এক চার্জে চলবে ১৯০ কিলোমিটার! নতুন ই-বাইকের আকর্ষণীয় দাম অবাক করা
বাজারে এসেছে NIJ Automotive নির্মিত নতুন ই-বাইক Accelero++ ইলেকট্রিক স্কুটার। নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এটি এক চার্জে চলতে পারে ১৯০ কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ, একবার চার্জ দিলেই দীর্ঘ রাস্তা পার করতে পারবেন যাত্রী।
advertisement
2/5
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এই বাইকটিতে এলএফপি ব্যাটারি। একটি মাত্র অ্যাসিড ব্যাটারি প্যাক রয়েছে এই স্কুটারে। একটি রয়েছে ১.৫ কিলোওয়াটের, অন্যটি রয়েছে ৩ কিলোওয়াটের। তবে শহরে, ব্যস্ত রাস্তায় চলার ক্ষেত্রে ব্যাটারির চার্জ থাকতে পারে ১২০ কিলোমিটার পর্যন্ত।
advertisement
3/5
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এটির যে পাওয়ার পকেট রয়েছে, সেটিকে চার্জ করতে একটি থ্রি-এ পাওয়ার সকেট লাগবে। এটি পূর্ণমাত্রায় চার্জ হতে সময় লাগবে ৬-৮ ঘণ্টা। একটি সিক্স-এ সকেটে এটি চার্জে দিলে এটি চার্জ হতে সময় লাগবে ৩ থেকে ৪ ঘণ্টা।
advertisement
4/5
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এই ই-বাইকের শুরুর দাম ৫৩ হাজার টাকা, অন্যদিকে শো-রুম ফেরত এই ই-বাইকের সর্বোচ্চ দাম হতে পারে ৯৮ হাজার টাকা। এই দাম আসলে ব্যাটারি প্যাকের উপর নির্ভর করে।
advertisement
5/5
এই বাইকে থাকছে একটি উজ্জ্বল সাদা এলইডি লাইট, থাকছে ইউএসবি চার্জি পয়েন্ট। এর মাধ্যমে ফোন ইত্যাদি চার্জ করে নেওয়া সম্ভব হবে। এই আগ্রায় তৈরি বাইক কেনার আগে পাওয়া যাবে বিভিন্ন শক্তির ব্যাটারির তালিকা থেকে প্রয়োজনীয়টি খুঁজে নেওয়া চাহিদা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
NIJ Accelero: এক চার্জে চলবে ১৯০ কিলোমিটার! নতুন ই-বাইকের আকর্ষণীয় দাম অবাক করা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল