Revolt Motors Re-Opens Orders: ইলেকট্রিক বাইক-ই ভবিষ্যত্! Revolt RV400-র বুকিং শুরু হচ্ছে আবার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
পেট্রোলোর দাম যেভাবে বাড়ছে তাতে ইলেকট্রিক বাইক-ই কিন্তু ভবিষ্যত্! জেনে নিন এই অসাধারণ ইলেকট্রিক বাইক সম্পর্কে।
advertisement
1/5

পেট্রোলের দাম চড়া। রোজই বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ বিকল্প খুঁজছে। আর এই পরিস্থিতি কাজে লাগাতে চাইছে রিভোল্ট মোটরস।
advertisement
2/5
ইলেকট্রিক বাইকই ভবিষ্যত্, বলছে অনেকে। আপনিও কি তাই মনে করেন! ইলেকট্রিক বাইখ নেওয়ার ব্যাপারে আগ্রহী! তা হলে আপনার জন্যই এই খবর। RV400-এর বুকিং আবার শুরু হবে।
advertisement
3/5
১৫ জুলাই দুপুর ১২টা থেকে Revolt Motors আবার তাদের ফ্ল্যাগশিপ বাইক বুকিং শুরু করবে।
advertisement
4/5
তবে একটাই অসুবিধা। RV400 এখন মাত্র ছটি শহরে বিক্রি হচ্ছে। দিল্লি, মুম্বই, পুণে , চেন্নাই, হায়দরাবাদ, আহমেদাবাদ। Revolt Motors দাবি করেছে, প্রথম ধাপে এই ৬টি শহরে তারা ৫০ কোটি টাকার বাইক বিক্রি করেছে।
advertisement
5/5
ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ইলেকট্রিক বাইকের জন্য FAME-II-তে ভর্তুকি বাড়িয়েছে। যার ফলে Revolt RV400-এর দাম ২৮,২০০ টাকা পর্যন্ত কমে গিয়েছে।