Virtual Dating: ভার্চুয়াল বলে মনেই হবে না, অনলাইন ডেটিংয়ে শুধু মাথায় রাখতে হবে এই কয়েকটা দিক
- Published by:Ananya Chakraborty
Last Updated:
অনলাইন ডেটিং মানে যে অনেকটা অন্যরকম তা কিন্তু একেবারেই নয়। বেশ কিছু টিপস রইল এই প্রতিবেদনে।
advertisement
1/5

করোনা পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের সব কিছুতেই পরিবর্তন হয়েছে। ঘরে বেশিরভাগ সময় কাটছে। অফিস হচ্ছে বাড়ি থেকেই। যোগাযোগ, আড্ডা সব কিছুতেই অনলাইন। তাই এবার মুখোমুখি বা সশরীরে ডেটিং না করে বহুল ব্যবহৃত হচ্ছে অনলাইন ডেটিং। দু'জন নিজের নিজের বাড়িতে বসে রয়েছে। অথচ ডেটিংও চলছে। কিন্তু অনলাইন ডেটিং মানে যে অনেকটা অন্যরকম তা কিন্তু একেবারেই নয়। বেশ কিছু টিপস রইল এই প্রতিবেদনে। যার মাধ্যমে সফল হবে আপনার অনলাইন ডেটিং।
advertisement
2/5
পুরো বিষয়টি রিয়্যাল করার চেষ্টা করুন - অনলাইনে ডেটিং করলেও পুরো বিষয়টি রিয়্যাল করার চেষ্টা করতে হবে। যে ঘরে বসে ডেটিং করবেন সেই ঘরের পরিবেশটা রোমান্টিক করার চেষ্টা করুন। বিভিন্ন লাইট দিয়ে সাজিয়ে তুলতে হবে সেই ঘরের পরিবেশ। যাঁরা ডেটিং করবেন তাঁদের পোশাক পরিচ্ছেদের মধ্যে নতুনত্ব আনতে হবে। মোমবাতি দিয়ে ঘরের পরিবেশ সুন্দর করতে পারেন। ঘরটিকে সুসজ্জিত করে তুলুন।
advertisement
3/5
ফোনটিকে সাইলেন্ট মোডে রাখতে হবে - ডেটিং মানেই পুরো বিষয়টি ব্যক্তিগত। দু'টি নতুন মানুষের মধ্যে সময় কাটানো, মত বিনিময় এবং দু'জন দু'জনকে চেনা। এখানে অন্য কেউ ঢুকে পড়লে তা বিরক্তিকর। তাই অনলাইন ডেটিংয়ের সময় ফোন সব সময় সাইলেন্ট মোড বা ডু নট ডিসটার্ব মোডে রাখুন। এতে অবাঞ্ছিত কোনও ফোন ঢুকে বিরক্ত করবে না। পাশাপাশি যে ঘরে বসে ভার্চুয়াল ডেটিং করবেন সেই ঘরের দরজা বন্ধ রাখুন। এতে অন্য কেউ ঢুকতে পারবে না। এবং ডেটিংয়ের মাঝে সমস্যা তৈরি হবে না।
advertisement
4/5
পোশাক পরিচ্ছদ - অনলাইন ডেটিং মানে এটা কখনই ভাববেন না যে, সাধারণ পোশাক বা ঘরে পরার পোশাক পরে ডেটিং করবেন। এতে বিপরীত প্রান্তের মানুষটি অস্বস্তি অনুভব করতে পারেন। তাই পোশাক পরিচ্ছেদের উপর নজর রাখুন। সঠিক ভাবে পরিপাটি করে পোশাক পরুন।
advertisement
5/5
পুরো বিষয়টি সহজ করার চেষ্টা করুন - যখন অনলাইন ডেটিং করবেন তখন পুরো বিষয়টিকে খুব সহজ করে তোলার চেষ্টা করুন। বিপরীত প্রান্তের মানুষটিকে বেশ কিছু ভালো ভালো প্রশ্ন করে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করুন। নিজের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার শেয়ার করুন। ভার্চুয়াল ডেট করার আগে দু'জনের মধ্যে মেসেজ করতে পারেন। এতে নিজেদের মধ্যে বাধা কেটে যাবে। আর ভুলেও করোনা নিয়ে বেশি কথা বলবেন না, তা ডেটিং যে ভার্চুয়ালি হচ্ছে, সেটা বার বার মনে করিয়ে দেবে!