Ola Electric Scooter: এক লাখ টাকারও কম দামে এল ওলা স্কুটার, কলকাতায় কিনলে কত পড়বে জানুন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ola Electric Scooter: স্বাধীনতা দিবসে ভারতের বাজারে এল ওলার ইলেট্রিক স্কুটার। দাম, ফিচার্স জেনে নিন।
advertisement
1/5

স্বাধীনতা দিবসে ভারতের বাজারে এল ওলা স্কুটার। তবে কোনও ডিলারশিপের থেকে এই ইলেকট্রিক স্কুটার নিতে হবে না। সরাসরি গ্রাহকের বাড়িতে স্কুটার ডেলিভারি করবে সংস্থা। 'এসওয়ান', 'এসটু' বা 'এসওয়ান প্রো'- এই দুটি সিরিজে লঞ্চ হল ওলার ইলেকট্রিক স্কুটার।
advertisement
2/5
এসওয়ান সিরিজের দাম ৯৯ হাজার ৯৯৯ (এক্স-শোরুম)। এস২ সিরিজের দাম ১ লক্ষ ২৯ হাজার ৯৯৯(এক্স-শোরুম)।
advertisement
3/5
দিল্লিতে কেউ ওলা এসওয়ান স্কুটার নিলে দাম পড়বে ৮৫ হাজার ৯৯টাকা। এসওয়ান প্রো ১ লক্ষ ১০ হাজার ১৪৯ টাকা। গুজরাতে এসওয়ান বাইকের দাম হবে ৭৯ হাজার ৯৯৯টাকা। এসওয়ান প্রো এক লক্ষ ৯ হাজার ৯৯৯ টাকা। মহারাষ্ট্রে এসওয়ান বাইকের দাম পড়বে ৯৪ হাজার ৯৯৯টাকা। এসওয়ান প্রো বাইকের দাম পড়বে এক লক্ষ ২৪ হাজার ৯৯৯ টাকা। রাজস্থানে এসওয়ান বাইকের দাম পড়বে ৮৯ হাজার ৯৯টাকা। এসওয়ান প্রো ১ লক্ষ ১৯ হাজার ১৩৮ টাকা। কলকাতা সহ দেশের অন্য শহরে এসওয়ান-এর দাম পড়বে ৯৯ হাজার ৯৯৯টাকা। এসওয়ান প্রো এক লক্ষ ২৯ হাজার ৯৯৯ টাকা।
advertisement
4/5
সংস্থার তরফে দাবি করা হয়েছে, ওলা ইলেকট্রিক স্কুটার ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতি তুলতে ৩ সেকেন্ড সময় নেবে। ৬০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে লাগবে ৫ সেকেন্ড। ১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা সর্বোচ্চ গতিতে ছুটতে পারবে এই স্কুটার।
advertisement
5/5
এসওয়ান মডেলে 3.9 kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকবে। ৬ ঘণ্টায় ফুল চার্জ হবে। তবে ওলা সুপারচার্জার ব্যবহার করলে মাত্র ১৮ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে। ৭৫০ ওয়াটের পোর্টেবল চার্জার থাকছে। ফুল চার্জ হলে এই স্কুটার ১৮১ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সাত ইঞ্চি টাচস্ক্রিন ডিজিটাল কনসোল থাকবে এই স্কুটারে।