TRENDING:

দিওয়ালির বাম্পার অফার, ইলেকট্রিক স্কুটারের বাজার মাত করতে ওলার চমকে দেওয়া গাড়ি

Last Updated:
ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারে ওলা এখন দাপিয়ে বেড়াচ্ছে৷
advertisement
1/5
দিওয়ালির বাম্পার অফার,  ইলেকট্রিক স্কুটারের বাজারে ওলার চমকে দেওয়া গাড়ি
বাজারে আসতে চলেছে ওলার ইলেকট্রিক স্কুটার, এই দিওযালিতেই বাজার মাত করতে পারে এই বিশেষ গাড়িটি৷ কারণ, ওলার আগের গাড়িটির থেকে এটির দাম অনেকটাই কমতে চলেছে৷
advertisement
2/5
ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারে ওলা এখন দাপিয়ে বেড়াচ্ছে৷ সেই পরিস্থিতিতে ওলার নতুন এস ওয়ান স্কুটার বাজার মাত করতে পারে, একথা নতুন করে বলে দিতে হয় না৷
advertisement
3/5
সম্প্রতি একটি ট্যুইট করেন, ‘আমাদের দিও?ালির ইভেন্ট রয়েছে আগামী ২২ অক্টোবর৷ ওলার তরফ থেকে এই প্রথম এত বড় মাপের কোনও ঘোষণা করা হবে৷ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে৷
advertisement
4/5
মনে করা হচ্ছে, আগের ওলা স্কুটারের থেকে বেশ কিছু ফিচার বাদ পড়লেও নতুন স্কুটার দামে অনেকটাই কম হতে চলেছে৷ তবে, দেখার বিষয় স্কুটারের বাকি বিষয়গুলি একই রকম থাকে কি না৷
advertisement
5/5
এখনও পর্যন্ত দাম নিয়ে এই সংস্থার পক্ষ থেকে কোনও ঘোষণা শোনা যায়নি৷ তবে বাজারে খবর, এই ওলা স্কুটারের দাম হতে পারে মাত্র ৮০ হাজার টাকা৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
দিওয়ালির বাম্পার অফার, ইলেকট্রিক স্কুটারের বাজার মাত করতে ওলার চমকে দেওয়া গাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল