৪৯৯ টাকা দিলেই বাড়িতে গাড়ি! Ola Electric Scooter বাজার কাঁপাতে আসছে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
১৮ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে Ola Electric Scooter। ফুল চার্জ দিলে স্কুটার ছুটবে ১৫০ কিমি। এলইডি হেডলাইট, ফ্রন্ট ডিস্ক আছে। আর কী চাই!
advertisement
1/5

পেট্রোলের চড়া দামের বাজার মানুষ বিকল্প খুঁজছে। আর তাই ইলেকট্রিক বাইক ও স্কুটার প্রস্তুতকারক সংস্থাগুলি এই সময়ে বাজার ধরতে চাইছে। আজ থেকে Ola Electric Scoote-এর বুকিং শুরু হল।
advertisement
2/5
Ola Electric ভারতে প্রথম ইলেকট্রিক স্কুটারের বুকিং শুরু করল। মাত্র ৪৯৯ টাকা দিয়ে বুক করলেই বাড়ি গাড়ি নিয়ে যেতে পারবেন।
advertisement
3/5
আগে বুকিং করলে আগে ডেলিভারি। ভারতে হয়তো এই প্রথম এত কম টাকায় কোনও স্কুটার বুকিং করা যাবে।
advertisement
4/5
তামিলনাড়ুতে বিশাল এক ফ্যাক্টরিতে উত্পাদন হবে ওলা স্কুটারের। এই ফ্যাক্টরিতে বছরে এক কোটি টু হুইলার উত্পাদনের পরিকাঠামো রয়েছে। তবে আপাতত বছরে ২০ লাখ ওলা স্কুটার সেখানে উত্পাদন হবে।
advertisement
5/5
মাত্র ১৮ মিনিটে ওলা স্কুটারের ব্যাটারি ৭৫ শতাংশ চার্জ হবে। চলবে ৭৫ কিমি পর্যন্ত। ফুল চার্জে ১৫০ কিমি। এলইডি লাইট, ফ্রন্ট ডিস্ক থাকবে এই ইলেকট্রিক স্কুটারে। আর ভাবনা-চিন্তা না করে আজই বুক করে ফেলুন।