এক চার্জে চলবে ৫০০ কিলোমিটার, চার সেকেন্ডে ১০০ কিমি গতি, ওলার ইলেকট্রিক গাড়ি
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
ঘোষণা করা হল গাড়ির বিভিন্ন ধরনের ফিচারও।
advertisement
1/5

বাজারে এল ওলার নতুন ইলেকট্রিক গাড়ি। ভারতের ৭৫ তম স্বাধীনতার দিবসের দিন সেই গাড়ির কথা ঘোষণা করা হল সংস্থার তরফ থেকে। শুধু তাই নয়, ঘোষণা করা হল গাড়ির বিভিন্ন ধরনের ফিচারও।
advertisement
2/5
কী রয়েছে এই গাড়িতে, সংস্থার সিইও ভবিশ আগরওয়াল আগেই ট্যুইটারে লিখেছিলেন, সোমবার সেই গাড়ি সামনে আনলেন তিনিই। ঘোষণা করলেন, ওলার তৈরি করা এটিই সবচেয়ে উচ্চমানের স্পোর্টস কার।
advertisement
3/5
এটিতে রয়েছে কাঁচের আবরণের ছাদ। ফলে গাড়িটি দেখতে অন্য অনেক গাড়ির থেকে একেবারে আলাদা। এ ছাড়া গাড়িটিতে রয়েছে উচ্চগতির জন্য বিশেষ সুবিধা। মাত্র চার সেকেন্ডে গাড়িটি ০ থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছে যেতে পারবে।
advertisement
4/5
এ ছাড়া গাড়িটি একটি বার চার্জ দিলে চলবে মোট ৫০০ কিলোমিটার। অর্থাৎ, তেলের দাম যে খানে প্রতিদিনই বাড়ছে, সেখানে এই গাড়ি নতুন এক দিগন্ত খুলে দিতে পারে সাশ্রয়ের।
advertisement
5/5
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে ২০২৪ সালে এটি ভারতের বাজারে চলে আসতে পারে। তবে নির্দিষ্ট মাস বা তারিখ এখনও ঘোষণা করা হয়নি।