TRENDING:

E-Bike: বাড়ির সাইকেল ২০ মিনিটে বদলে যাবে ই-স্কুটারে, প্রি-বুকিং মাত্র ৪৯৯ টাকা! দেখে নিন দারুণ অফার

Last Updated:
E-Bike: প্রতি কিলোমিটার যেতে এটির ক্ষেত্রে খরচ পড়বে মাত্র ১০ পয়সা।
advertisement
1/5
সাইকেল ২০ মিনিটে বদলে যাবে ই-সাইকেলে, প্রি-বুকিং মাত্র ৪৯৯ টাকা! দেখে নিন
আপনার বাড়ির সাধারণ সাইকেলটিকে মুহূর্তে বানিয়ে ফেলতে পারেন একটি ব্যাটারি চালিত বাইক। হ্যাঁ, এমনই এক প্রযুক্তি তৈরি করেছে ভারতের একটি সংস্থা Strictly Electric। এই সংস্থার তরফ থেকে দেওয়া হচ্ছে একটি কিট বা ইজি কিট। যা ব্যবহার করলেই হবে ম্যাজিক। এটি প্রি-বুকিং মাত্র ৪৯৯ টাকা।
advertisement
2/5
এটি ব্যবহার করা খুবই সহজ। এটিতে রয়েছে একটি ডিটাচেবল ব্যাটারি। যে কোনও সময় যে কোনও পরিস্থিতিতে এটিকে চার্জ করে নেওয়া সম্ভব। আপনার যদি ইচ্ছা হয়, তাহলে ব্যাটারি বক্স খুলে সাইকেলটিকে সাধারণ সাইকেল হিসাবে ব্যবহার করতে পারেন।
advertisement
3/5
এটি একটি সার্বজনীন কিট, একাধিক সাইকেলে এটিকে ব্যবহার করা যাবে। প্রতি কিলোমিটার যেতে এটির ক্ষেত্রে খরচ পড়বে মাত্র ১০ পয়সা। কম রাস্তায় যাতায়াতের জন্য এটি ব্যবহার করলে হবে বিপুল সুবিধা।
advertisement
4/5
এক বার চার্জ দিলে এটি চলবে ২৫ কিলোমিটার। মাত্র ১ ঘণ্টায় এটির ৭০ শতাংশ চার্জ হয়ে যাবে। সেই কারণে যে কোনও স্থানে এটিকে সহজে চার্জ দিয়ে নেওয়া যাবে।
advertisement
5/5
যদি বেশি দূরত্ব যেতে চান আপনি, তাহলে প্যাডেল অ্যাসিস্ট মোড ব্যবহার করতে পারেন। সেখানে আপনার প্যাডেল করার কারণে ব্যাটির খরচ কমবে। তারপর ব্যাডেল ব্যবহার করার ইচ্ছা না হলে আপনি ফের ব্যাটারিতে ফিরে যেতে পারবেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
E-Bike: বাড়ির সাইকেল ২০ মিনিটে বদলে যাবে ই-স্কুটারে, প্রি-বুকিং মাত্র ৪৯৯ টাকা! দেখে নিন দারুণ অফার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল