WhatsApp এবার হয়ে উঠতে চলেছে ট্যুইটারের মতো, বদলে যাবে চ্যাটের ধরন
- Published by:Ananya Chakraborty
Last Updated:
WhatsApp Edit Button: ইউজাররা এডিট করা সেই মেসেজে এডিটেড লেবেলও দেখতে পাবেন। এই ফিচার সম্প্রতি ট্যুইটার দ্বারা লঞ্চ করা এডিট বাটনের মতো হবে
advertisement
1/7

বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। WhatsApp তাদের ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। ইউজারদের উন্নত ইন্টারফেস প্রদান করার জন্য WhatsApp ডেভেলপ করে চলেছে নতুন আপডেট। একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে WhatsApp এবার নিয়ে আসতে চলেছে এডিটিং মেসেজ ফিচার।
advertisement
2/7
WhatsApp-এর নতুন এই ফিচারের মাধ্যমে ইউজাররা সেন্ড করা বিভিন্ন ধরনের মেসেজ এডিট করতে পারবেন। নতুন এই ফিচারের মাধ্যমে WhatsApp-এর ইউজাররা এডিট করা সেই মেসেজে এডিটেড লেবেলও দেখতে পাবেন। এই ফিচার সম্প্রতি ট্যুইটার দ্বারা লঞ্চ করা এডিট বাটনের মতো হবে।
advertisement
3/7
WhatsApp ট্র্যাকার WABetainfo-এর রিপোর্ট অনুযায়ী ইউজাররা WhatsApp-এর মাধ্যমে সেন্ড করা মেসেজ এডিট করলে সেখানেই সেই লেবেল দেখা যাবে। জানা গিয়েছে যে এখন কোম্পানির তরফে সেই লেবেল যুক্ত করার কাজ চলছে। রিপোর্ট অনুযায়ী WhatsApp ভবিষ্যতে আপডেটের মাধ্যমে সকল ইউজারদের জন্য চালু করে দিতে পারে নতুন এই ফিচার।
advertisement
4/7
WhatsApp ট্র্যাকার WABetainfo বিগত মাসে জানিয়েছিল যে মেটার নিজস্ব প্লাটফর্ম WhatsApp ইউজারদের মেসেজ সেন্ড করার পর সেটি এডিট করার অনুমতি দেওয়ার জন্য নতুন একটি ফিচার নিয়ে আসতে চলেছে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে ইউজাররা সেই মেসেজ এডিট করার পর সেখানে এডিট লেবেল দেখা যাবে। WhatsApp-এর তরফে এখন সেই এডিট লেভেল যুক্ত করার কাজ করা হচ্ছে।
advertisement
5/7
WABetainfo জানিয়েছে যে, মেসেজ এডিট করলে সেখানে এডিট লেবেল দেখা যাবে। জানা গিয়েছে যে WhatsApp ইউজারদের মেসেজ এডিট করার জন্য ১৫ মিনিট সময় দেবে। কিন্তু WhatsApp-এর তরফে এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি মেসেজ একবার পড়ার পর সেই মেসেজ এডিট করা যাবে কি না।
advertisement
6/7
WhatsApp-এর ইউজাররা যাঁকে মেসেজ সেন্ড করছেন, তাঁর ফোন বন্ধ থাকলে, সেই মেসেজে ডিলিট করার জন্য কত সময় পাওয়া যাবে সেই সম্পর্কেও এখনও কিছু জানানো হয়নি। রিপোর্ট অনুযায়ী WhatsApp ভবিষ্যতে গ্রুপ অ্যাডমিনদের জন্য পেন্ডিং পার্টিসিপেন্ট অপশন নিয়ে আসতে চলেছে।
advertisement
7/7
আর WhatsApp-এর এডিটিং মেসেজ ফিচারের মাধ্যমে ইউজাররা তাদের পাঠানো মেসেজ আবার এডিট করতে পারবেন। সম্প্রতি ট্যুইটার এডিট বাটন নামে এমনই একটি ফিচার চালু করেছে। এবার WhatsApp-ও চালু করতে চলেছে এমন ফিচার।