TRENDING:

E Cycle: এক চার্জে চলবে ১০০ কিলোমিটার, নাম মাত্র দামে এল সাইকেল, তাহলে আর স্কুটার কিনবেন কেন?

Last Updated:
E Cycle Price: সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ই--সাইকেলে এতটা রাস্তা যাওয়ার সুযোগ কেউ করে দেয় না। মনে করা যাচ্ছে, এর ফলে সাধারণ মানুষের মধ্যে ই-সাইকেল কেনার তৎপরতা বৃদ্ধি পাবে।
advertisement
1/4
এক চার্জে চলবে ১০০ কিলোমিটার, নাম মাত্র দামে এল সাইকেল, আর স্কুটার কিনবেন কেন?
ভারতীয় সংস্থার হাতে তৈরি একটি ইলেকট্রিক সাইকেল, যে সাইকেলের ক্ষমতা আছে এক চার্জে ১০০ কিলোমিটার চলার। এমনই দাবি করেছে নেক্সেজু মোবিলিটি নামে সংস্থা।
advertisement
2/4
এই সাইকেলে থাকবে বিএলডিসি ২৫০ ওয়াট-এর ৩৬ ভোল্টের মটোর। এটিতে রয়েছে প্যাডেল অ্যাসিস্ট মোড। এক বার চার্জে এটি চলতে পারে ১০০ কিলোমিটার। এটির সর্বোচ্চ গতি হতে পারে ২৫ কিলোমিটার।
advertisement
3/4
সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ই--সাইকেলে এতটা রাস্তা যাওয়ার সুযোগ কেউ করে দেয় না। মনে করা যাচ্ছে, এর ফলে সাধারণ মানুষের মধ্যে ই-সাইকেল কেনার তৎপরতা বৃদ্ধি পাবে। আগামী দিনে জ্বালানির ঘাটতিও অনেকটা কমাবে।
advertisement
4/4
সংস্থার আশা, এই সাইকেলে বিক্রির বিষয়ে সারা দেশেই ডিলারশিপ নেওয়ার জন্য অনেকে এগিয়ে আসবেন। ইতিমধ্যে চেন্নাই, হরিয়ানা, বিজয়পুরা, আহমেদাবাদ, বল্লভগড়ে কাজ শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটির দাম তেমন বেশি হবে না। একাধিক আগের মডেলের দাম বিচার করে বলা চলে, এটির দাম হতে পারে ৪০ থেকে ৫০ হাজার টাকা মধ্যে বা তার থেকে সামান্য কম
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
E Cycle: এক চার্জে চলবে ১০০ কিলোমিটার, নাম মাত্র দামে এল সাইকেল, তাহলে আর স্কুটার কিনবেন কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল