TRENDING:

Jio-এর ধামাকা প্ল্যান, মাত্র ২৫৯ টাকার মাসের খরচে মিলবে প্রতিদিন ১.৫জিবি ডেটা, আনলিমিটেড কলিং

Last Updated:
আগের মতো ২৮ দিনের বদলে রিলায়েন্স জিও-র এই প্রিপেড প্ল্যান ব্যবহার করা যাবে গোটা একটি মাসের জন্য।
advertisement
1/7
Jio-এর ধামাকা প্ল্যান, মাত্র ২৫৯ টাকার মাসের খরচে মিলবে প্রতিদিন ১.৫জিবি ডেটা
Reliance Jio নিয়ে এসেছে একটি ধামাকা প্রিপেড প্ল্যান। ২৫৯ টাকার এই প্রিপেড প্ল্যান ব্যবহার করা যাবে পুরো এক মাস। অর্থাৎ আগের মতো ২৮ দিনের বদলে রিলায়েন্স জিও-র এই প্রিপেড প্ল্যান ব্যবহার করা যাবে গোটা একটি মাসের জন্য।
advertisement
2/7
বর্তমানে রিলায়েন্স জিও-র এমন অন্য কোনও প্ল্যান নেই। আসলে রিলায়েন্স জিও গ্রাহকদের ২৮ দিনের বিভিন্ন ধরনের প্ল্যানের সুবিধা দিয়ে থাকে। কিন্তু, এই প্রথম তারা গোটা একটি মাসের জন্য চালু করেছে ২৫৯ টাকার প্রিপেড প্ল্যান। এক নজরে দেখে নেওয়া যাক রিলায়েন্স জিওর এই ২৫৯ টাকার প্রিপেড প্ল্যানের সমস্ত খুঁটিনাটি।
advertisement
3/7
সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ‘ট্রাই’ সমস্ত টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাকে নির্দেশ দিয়েছে মাসিক প্রিপেড প্ল্যান চালু করার জন্য। অর্থাৎ ২৮ দিনের বদলে পুরো মাসের সুবিধা দিতে হবে। এমন নির্দেশ দেওয়ার কারণ গ্রাহকদের সমস্যা দূর করার জন্য।
advertisement
4/7
এর মাধ্যমে বছরে গ্রাহকদের কম রিচার্জ করতে হবে। সেই নির্দেশ অনুযায়ী রিলায়েন্স জিও নিয়ে এসেছে তাদের ২৫৯ টাকার প্রিপেড প্ল্যান। যা ব্যবহার করা যাবে পুরো এক মাসের জন্য।
advertisement
5/7
কোনও গ্রাহক যদি ১ অক্টোবর এই প্ল্যান রিচার্জ করেন তা হলে তাঁকে আবার রিচার্জ করতে হবে নভেম্বর মাসের ১ তারিখ। এই ক্ষেত্রে সেই মাস ২৮, ৩০ অথবা ৩১ দিনের হলেও সেটি চালু থাকবে। জিও-র এই প্ল্যান শেষ হবে ঠিক এক মাস পরে অর্থাৎ যে দিন সেই প্ল্যান রিচার্জ করা হয়েছিল পরের মাসের ঠিক সেই তারিখে।
advertisement
6/7
মাসিক প্ল্যানের জন্য রিলায়েন্স জিও-র এই প্রিপেড প্ল্যান গ্রাহকদের কাছে খুবই লাভজনক হতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক রিলায়েন্স জিও-র এই ২৫৯ টাকার প্রিপেড প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে।
advertisement
7/7
রিলায়েন্স জিওর মাসিক ২৫৯ টাকার প্ল্যান - রিলায়েন্স জিওর এই ২৫৯ টাকার প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি পুরো ১ মাসের জন্য। প্রতিদিন ১.৫ জিবির ডেটার সুবিধা পাওয়া যাবে। প্রতিদিন ১০০ টি করে এসএমএসের সুবিধা পাওয়া যাবে। এ ছাড়াও এই প্ল্যানে জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউডের সুবিধা পাওয়া যাবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Jio-এর ধামাকা প্ল্যান, মাত্র ২৫৯ টাকার মাসের খরচে মিলবে প্রতিদিন ১.৫জিবি ডেটা, আনলিমিটেড কলিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল