Jio-র আকর্ষণীয় প্ল্যান! ৫০০ টাকার কমে রিচার্জ করুন পেয়ে যান দৈনিক ২ জিবি ডেটা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
গ্রাহকরা ২৪৯ টাকা, ২৯৯ টাকা এবং ৫৩৩ টাকা মূল্যের এই প্ল্যানগুলি কিনে নিতে পারেন।
advertisement
1/5

Reliance Jio নিয়ে এল ৫০০ টাকার কমে প্রিপেইড প্ল্যানের বিশেষ অফার। যেখানে পাওয়া যাবে প্রতিদিন ২ জিবি ডেটাও। শুধু তাই নয় টেলিকম অপারেটর সংস্থা Jio দিচ্ছে OTT সাবস্ক্রিপশন, আনলিমিটেড কলিং এবং আরও অনেক কিছু অতিরিক্ত সুবিধা। সব মিলিয়ে খরচ হবে ৫০০ টাকার কম। যাঁরা সীমাহীন ইন্টারনেট ব্যবহার করতে অভ্যস্ত, প্রচুর পরিমাণে দৈনিক ডেটা সাপোর্ট যুক্ত কোনও প্যাক খুঁজছেন তাঁদের জন্য এই প্ল্যান খুবই লাভজনক।
advertisement
2/5
২৪৯ টাকার প্ল্যান: এই প্রিপেড প্ল্যানটি ২জিবি দৈনিক ডেটা লিমিট-সহ মোট ৪৬জিবি ডেটা অফার করে। এটি আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং Jio TV, Jio Cinema, Jio Security এবং Jio ক্লাউড-সহ Jio অ্যাপের বিনামূল্য সাবস্ক্রিপশনও দিয়ে থাকে৷ তবে এই প্যাকের ভ্যালিডিটি ২৩ দিনের।
advertisement
3/5
২৯৯ টাকার প্ল্যান: এটি ৫০০ টাকার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রিপেইড প্ল্যানগুলির একটি৷ এই প্ল্যানে পাওয়া যায় ২৮ দিনের ভ্যালিডিটি। প্রতিদিন ২জিবি ডেটা প্যাক এবং মোট ৫৬জিবি মোট ডেটা অফার করে Jio৷ এটি আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি SMS এবং Jio TV, Jio Cinema, Jio Security এবং Jio ক্লাউড সহ Jio অ্যাপের নানা সুবিধা দিয়ে থাকে।
advertisement
4/5
সাধ্যের মধ্যে বিশেষ প্ল্যান— ৫৩৩ টাকার প্ল্যান: এই প্রিপেইড প্ল্যানটি ৫০০ টাকার গণ্ডী যদিও ছাড়িয়ে গিয়েছে, তবু মূল্যের অনুপাতে এতে সুবিধা অনেক বেশি। এতে প্রতিদিন ২জিবি ডেটা লিমিট-সহ মোট ১১২ জিবি ডেটা পেতে পারেন। সেই সঙ্গে, এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং Jio TV, Jio Cinema, Jio Security এবং Jio ক্লাউড সহ Jio অ্যাপের নানা সুবিধা। এতে মোট ৫৬ দিনের দীর্ঘ কালীন ভ্যালিডিটিও পাওয়া যায়।
advertisement
5/5
শুধু Jio নয়, Airtel এবং Vi-এর মতো টেলিকম অপারেটররাও ২জিবি ডেটা এবং আরও বেশি ডেটা লিমিট সহ ৫০০ টাকার নিচে নানান প্রিপেইড প্ল্যান অফার করছে। এয়ারটেল ১৭৯ টাকা, ৩১৯ টাকা, ৩৫৯ টাকা, ৩৯৯ টাকা এবং ৪৯৯ টাকা মূল্যের পাঁচটি প্রিপেইড প্ল্যানের সঙ্গে ৫০০ টাকার মধ্যে ২জিবি দৈনিক ডেটা লিমিট অফার করে৷ এই প্ল্যানগুলি আনলিমিটেড কল, OTT সাবস্ক্রিপশন এবং আরও অনেক কিছুর সুবিধা দেয়।