১০ বছর পূর্ণ করল ইনস্টাগ্রাম! কী ভাবে লেন্সে বাঁধা পড়ল জীবনযাপন, ফিরে দেখা...
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
পথ চলা শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছয় ইনস্টাগ্রাম। বছর দুয়েকের মধ্যে একে কিনে নেয় ফেসবুক।
advertisement
1/6

গত দু'দশকে জীবনটাই বদলে দিয়েছে সোশ্যাল মিডিয়া। অর্কুট, ফেসবুক, ট্যুইটার- ধাপে ধাপে আরও বেশি আধুনিক হয়েছে জীবন। তার পর এসেছে ইনস্টাগ্রাম। সেই ইনস্টাগ্রামই এ বার পূর্ণ করছে দশ বছর। ২০১০ সালের ৬ অক্টোবর দুই মার্কিন ভদ্রলোক কেভিন সিসটর্ম এবং মাইক ক্রিগার তৈরি করে ফেললেন এক অভিনব সোশ্যাল মিডিয়া। কী হয় এতে? ছবিই এই সামাজিক মাধ্যমের বিশেষ আকর্ষণ। নানা রকম ফিল্টার ব্যবহার করে ছবির ভোল পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে এই সোশ্যাল মিডিয়া।
advertisement
2/6
পথ চলা শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছয় ইনস্টাগ্রাম। বছর দুয়েকের মধ্যে একে কিনে নেয় ফেসবুক। ততদিনে বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় ফটো-মিডিয়া হয়ে উঠেছে ইনস্টাগ্রাম। কত তারকারও জন্ম দিয়েছে। একেক জনের ইনস্টা ফলোয়ারের সংখ্যা পৌঁছে গিয়েছে কয়েক কোটিতে, সেখান থেকে অঢেল পয়সাও কুড়িয়েছেন তাঁরা।
advertisement
3/6
জনসংযোগ বাড়াতেও ইনস্টাকেই ব্যবহার করেছেন অসংখ্য তারকা। প্রদর্শনী, উৎসব উদযাপন, ফ্যাশন শো, নৈশভোজ- সবের ছবিই ইনস্টায় পোস্ট করা বাধ্যতামূলক। কারণটা কি শুধুই এই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা? কিছুটা হলেও পুরোটা নয়। ফ্রেঞ্চ রিসার্চ কালেকটিভ অবজার্ভেটরি অফ ডিজিটাল ওয়ার্ল্ড ইন হিউম্যানিটিজ-এর প্রেসিডেন্ট এবং মনোবিদ মিশেল স্টোরার মতে, আমরা এখন একটা ইন্টারনেট বাস্তবতার যুগে পৌঁছে গিয়েছি। যা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি, সেটাই তুলে ধরছে আমার আমিকে। সেই জায়গায় দাঁড়িয়েই জিতে গিয়েছে ইনস্টাগ্রাম৷
advertisement
4/6
শুধু যে নিজেদের ছবি পোস্ট করাই ইনস্টাগ্রামের একমাত্র লক্ষ্য, তা কিন্তু নয়৷ কত রকম বিজ্ঞাপনের বাজারও ধরেছে এই সোশ্যাল মিডিয়া। ঠিক যেমনটা ধরেছে ফেসবুক। বেশ কিছু বিলাসবহুল ব্র্যান্ড, বিশেষ করে ফ্যাশন ব্র্যান্ড, এখানে বিজ্ঞাপন দেয় তারকাদের ছবির মাধ্যমে। এই তালিকায় রয়েছে নানা ই-কমার্স সংস্থাও।
advertisement
5/6
আপনি চাইলেই ইনস্টায় ফলো করতে পারেন আপনার রোল মডেলকে, অনায়াসে জেনে নিতে পারেন তাঁর জীবনের কত কথা। চাইলে তাঁর মতো সাজতে পারেন। তাঁর মতো করে সাজিয়েও ফেলতে পারেন আপনার ড্রয়িং রুম, রান্নাঘর। এই সব কিছুই এখন আপনার হাতের মুঠোয়।
advertisement
6/6
তবে কি না, সব সোশ্যাল মিডিয়ায় যে চাপটা থাকে, এখানেও আছে। লাইক পাওয়ার এবং না পাওয়ার উদ্বেগ। আগের ছবিকে ছাপিয়ে যেতে পারবে তো এই ছবির জনপ্রিয়তা? পরিচিত অন্য কেউ এগিয়ে যাবে না তো বেশি হাততালি নিয়ে? ভালো, মন্দ, দুই নিয়েই আধুনিক সভ্যতা। ইনস্টাগ্রামও তার বাইরে নয়। নেতিবাচক দিকগুলো সরিয়ে তাই দশ বছরের জন্মদিন হোক শুভ, এগিয়ে চলার।