TRENDING:

ব্যবহারকারীদের হেনস্থার হাত থেকে বাঁচাবে Instagram; আনছে নতুন ফিচার

Last Updated:
Instagram তার ব্যবহারকারীদের হেনস্থা হওয়ার হাত থেকে বাঁচাতে হিডেন ওয়ার্ডসের আপডেট-সহ আরও নতুন নতুন ফিচার নিয়ে এসেছে।
advertisement
1/7
ব্যবহারকারীদের হেনস্থার হাত থেকে বাঁচাবে ইনস্টাগ্রাম; আনছে নতুন ফিচার
ইনস্টাগ্রাম এই মুহূর্তে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনের মঞ্চে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। শুধুমাত্র ছবি এবং ভিডিও শেয়ার করার জন্যই নয়, ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে ব্র্যান্ডের প্রচার সব কিছুই ইনস্টাগ্রামের জনপ্রিয়তা তুঙ্গে রেখেছে।
advertisement
2/7
এই অ্যাপটি ব্যবহারকারীদের সুবিধে করে দিতে ও অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তুলতে লাগাতার বিভিন্ন ফিচার যোগ করে চলেছে। সম্প্রতি ইনস্টাগ্রাম তার ব্যবহারকারীদের হেনস্থা হওয়ার হাত থেকে বাঁচাতে হিডেন ওয়ার্ডসের আপডেট-সহ আরও নতুন নতুন ফিচার নিয়ে এসেছে। অর্থাৎ এখন যদি ব্যবহারকারী কাউকে ব্লক করেন, তা হলে তার কাছে অতিরিক্ত আরও অ্যাকাউন্ট ব্লক করারও অপশন থাকবে।
advertisement
3/7
এতে ব্লক করা অ্যাকাউন্ট ব্যবহারকারীরা আবার নতুন করে ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। সংস্থা সম্প্রতি এক ব্লগপোস্টে এই ফিচারের কথা জানিয়েছে।
advertisement
4/7
এই নতুন পরিবর্তনের জন্য প্রথম পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে, সংস্থা আশা করছে যে প্রতি সপ্তাহে মাত্র চার মিলিয়নেরও কম অ্যাকাউন্ট ব্লক করতে হবে। কারণ এই অ্যাকাউন্টগুলি এখন স্বয়ংক্রিয় ভাবেই ব্লক হয়ে যাবে। গত বছর এই ফিচার চালু হওয়ার পর থেকে প্রায় কমপক্ষে ১০,০০০ ফলোয়ারের প্রতি পাঁচজনের মধ্যে একজনেরও বেশি এই হিডেন ওয়ার্ডস ফিচারটি সক্রিয় করেছেন।
advertisement
5/7
অ্যাকাউন্ট রিকোয়েস্ট এবং কমেন্ট থেকে অপরাধমূলক বা হেনস্থামূলক বিষয়বস্তু বা অ্যাকাউন্ট স্বয়ংক্রিয় ভাবে অপসারণের জন্য এই হিডেন ওয়ার্ডস দারুন কার্যকরী একটি হাতিয়ার হয়ে উঠেছে। সংস্থার মতে, সাধারণত গড়ে প্রায় ৪০ শতাংশ মন্তব্য আপত্তিকর হয়ে থাকে।
advertisement
6/7
সংস্থা স্বয়ংক্রিয় ভাবে ক্রিয়েটর অ্যাকাউন্টের জন্য হিডেন ওয়ার্ডস চালু করার পরীক্ষা শুরু করছে। এ ক্ষেত্রে প্রতিটি ব্যবহারকারী যে কোনও সময় সেটিংস অন বা অফ রাখতে পারবেন এবং সেই সঙ্গে অতিরিক্ত শব্দ, বাক্যাংশ বা ইমোজি লুকিয়ে রাখতে চান এমন একটি কাস্টমাইজড তালিকাও তৈরি করতে পারবেন।
advertisement
7/7
সংস্থার এই নতুন নোটিফিকেশনের প্রভাব ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনেক ক্ষেত্রেই লাগাম পরাবে বলে মনে করছেন ইনস্ট্রাগ্রাম কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের অযথা বা হঠাৎ কোনও মন্তব্য করতে নিরুৎসাহিত করবে এই ফিচার। শুধুমাত্র কমেন্ট সেকশন নয়, কাউকে অ্যাকাউন্টে রিকোয়েস্ট পাঠানোর আগে বা সরাসরি মেসেজ করার সময়েও এই ফিচার সক্রিয় থাকবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ব্যবহারকারীদের হেনস্থার হাত থেকে বাঁচাবে Instagram; আনছে নতুন ফিচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল