Google Maps | Internet: ইন্টারনেট না থাকলেও ব্যবহার করা যাবে Google Maps, সেই কথা কি জানতেন? এবার শিখে নিন ট্রিকস
- Published by:Satabdi Adhikary
Last Updated:
আজকাল গুগল ম্যাপ এমন অনেক ফিচার নতুন নতুন ফিচার এনেছে, যার মাধ্যমে আমরা বিভিন্ন ভাবে উপকৃত হতে পারি৷ এখন তো টোল ট্যাক্সে পৌঁছনোর আগেই গুগল ম্যাপের মাধ্যমে আপনি জানতে পেরে যাবেন, ঠিক কত টাকা আপনাকে টোল ট্যাক্স দিতে হবে৷ তবে আমরা সাধারণত, কোনও জায়গায় দ্রুত পৌঁছতে পথ অথবা দিক নির্দেশের জন্যেই গুগল ম্যাপকে সবচেয়ে বেশি ব্যবহার করি৷
advertisement
1/8

আজকাল গুগল ম্যাপ এমন অনেক ফিচার নতুন নতুন ফিচার এনেছে, যার মাধ্যমে আমরা বিভিন্ন ভাবে উপকৃত হতে পারি৷ এখন তো টোল ট্যাক্সে পৌঁছনোর আগেই গুগল ম্যাপের মাধ্যমে আপনি জানতে পেরে যাবেন, ঠিক কত টাকা আপনাকে টোল ট্যাক্স দিতে হবে৷ তবে আমরা সাধারণত, কোনও জায়গায় দ্রুত পৌঁছতে পথ অথবা দিক নির্দেশের জন্যেই গুগল ম্যাপকে সবচেয়ে বেশি ব্যবহার করি৷
advertisement
2/8
ম্যাপ দেখার সময় আমরা সবসময়েই ইন্টারনেট অন রাখি৷ নাহলে ম্যাপ লোড হতে চায় না, তাই না? কিন্তু, জানেন কি, ইন্টারনেট বন্ধ রেখেও অনায়াসে গুগল ম্যাপ ব্যবহার করা যায়?
advertisement
3/8
গুগল ম্যাপে অফলাইন নেভিগেশন দেখার সুবিধাটি অনেক দিন ধরেই রয়েছে। কিন্তু, অনেকে এ বিষয়ে জানেনই না। ধরুন আপনাকে এমন একটা জায়গায় যেতে হচ্ছে, যেখানে নেটওয়ার্কের সমস্যা রয়েছে বা কোনও কারণে আপনি মোবাইল ডেটা বাঁচাতে চান, তবে এই ফিচারটি আপনি ব্যবহার করতে পারেন। (ছবি- শাটারস্টক)
advertisement
4/8
Google Maps অফলাইন ফিচার ব্যবহার করতে, আপনাকে প্রথমে আপনার ফোনে Google Maps খুলতে হবে। এর পরে, স্ক্রিনের উপরের ডানদিকের কোণ থেকে প্রোফাইলে আলতো ট্যাপ করুন। (ছবি- শাটারস্টক)
advertisement
5/8
এর পরে আপনাকে মেনু থেকে অফলাইন মানচিত্রে ট্যাপ করতে হবে। এর পরে আপনাকে 'সিলেক্ট ইওর ওন ম্যাপ' বোতামে ট্যাপ করতে হবে। আপনি এটিতে ট্যাপ করার সাথে সাথে আপনি একটি নীল বাক্সে মানচিত্রটি দেখতে পাবেন। (ছবি- শাটারস্টক)
advertisement
6/8
এর পরে, আপনি এটি থেকে জুম ইন বা জুম আউট করে আপনার পছন্দের অঞ্চলটি নির্বাচন করতে পারেন। এছাড়া, সার্চের অপশনও পাবেন না। (ছবি- শাটারস্টক)
advertisement
7/8
এর পরে, আপনি স্ক্রিনের নীচে ডাউনলোড বাটন দেখতে পাবেন। এর সাথে, আপনাকে ম্যাপের আকার কী তাও বলা হবে। তবে এক্ষেত্রে আপনার ফোনের মেমরিতে অনেকটা খালি জায়গা থাকা দরকার। ম্যাপের অংশ নির্বাচন হয়ে গেলেই ডাউনলোড অপশনে ক্লিক করুন। (ছবি- শাটারস্টক)
advertisement
8/8
এরপরে, অফলাইনে অর্থাৎ, ইন্টারনেট বন্ধ করে দিলেও আপনি ডাউনলোড করা ম্যাপটি খুব সহজে ফোনে খুনে দেখতে পারবেন। আপনার নেভিগেশনেও সমস্যা হবে না। (ছবি-ক্যানভা)