Google-এ চুপিসারে খুঁজুন যা ইচ্ছা, কেউ টের পাবে না !
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Password Protect Google Search: গুগল সার্চ হিস্ট্রি গোপন রাখবেন কীভাবে, জেনে নিন
advertisement
1/5

গুগল ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। নানা কাজের জন্য আমরা প্রায় সময়ে গুগলের সাহায্য নিয়ে থাকি। এ কারণে গুগলের সার্চ হিস্ট্রিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি ব্যক্তিগত কিছু তথ্যও থেকে থাকে। ফলে সেগুলিকে গোপন বা সুরক্ষিত রাখা খুব জরুরি। সার্চ হিস্ট্রি, অ্যাসিসট্যান্ট কমান্ড, ম্যাপ এবং আরও অন্যান্য সেবার সংবেদনশীল তথ্য পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখার সুযোগ দেয় গুগল।
advertisement
2/5
আপানার সিস্টেম যদি অন্য কেও ব্যবহার করে, সে গুগল ক্রোম খুললেই দেখতে পাবেন যে আপনি কি সার্চ করেছেন। সেই সঙ্গে তাঁর নজরে আসতে পারে আরও অনান্য গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত তথ্য। আপনার সার্চ হিস্ট্রি দেখে সেই ব্যক্তি ধরনা লাগাতে পারবেন যে আপনি কেমন। তাই নিজের সার্চ হিস্ট্রিকে সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড ব্যবহার করুন। কীভাবে পাসওয়ার্ড যুক্ত করবেন জেনে নিন
advertisement
3/5
আপনি যখনই কোনও গুগল ডিভাইসে ক্রোম ব্রাউজার ব্যবহার করেন, তাঁর সার্চ হিস্ট্রি ষ্টোর হয় মাই অ্যাকটিভিটি-তে। তাই প্রথমে গুগল অ্যাকাউন্টে গিয়ে ওয়েব ব্রাউজারে activity.google.com ওপেন করুন। শুরুতেই দেখতে পাবেন ‘ম্যানেজ মাই অ্যাক্টিভিটি’ ভেরিফিকেশন, এতে ক্লিক করুন।
advertisement
4/5
এবার ‘রিকয়ার এক্সট্রা ভেরিফিকেশন’ নামের অপশনটিতে ক্লিক করে ‘সেভ’ অপশনে ক্লিক করুন। আপনি অ্যাকাউন্টির মালিক কিনা তা সুনিশ্চিত করতে আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাওয়া হবে।
advertisement
5/5
পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করা মাত্রই আপনার সার্চ হিস্ট্রি সুরক্ষিত হয়ে যাবে। এরপর আপনি যা কিছুই সার্চ করেন না কেন, সেগুলো অন্য কেউ দেখতে পাবে না।