TRENDING:

Google Play Store: Diwali 2021-র বিরাট উপহার গুগলের! কমিশন অর্ধেক, সরাসরি বড় সুবিধা

Last Updated:
Google Play Store|Android latest version: বড় সিদ্ধান্ত গুগলের
advertisement
1/8
Diwali 2021-র বিরাট উপহার গুগলের! কমিশন অর্ধেক, সরাসরি বড় সুবিধা
গুগল প্লে স্টোরে সাবস্ক্রিপশনের কমিশন কমিয়ে ১৫ শতাংশ করেছে (The subcription commission of Google Play Store has been reduced, The big decision will be effective from Januray 01, 2022) ৷ বর্তমানে এই কমিশন ৩০ শতাংশ আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
নতুন কমিশনের শতাংশ আগামী বছর জানুয়ারি থেকেই কার্যকর হবে (The decision will activate from January 01, 2022) ৷ অ্যাপস্টোরে বেশি কমিশন নিয়ে অ্যাপেল ও গুগল এই দুই সংস্থাকে আলোচনার শিকার হতে হচ্ছে ৷
advertisement
3/8
বাড়তি আলোচনার পরেই গুগল কমিশন কম করার সিদ্ধান্ত নিয়েছে (After the discussion Google has took that decision) ৷ গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত ডেভলাপার ১০ লক্ষ ডলার আয় করেন তাঁদের জন্য Play Store অ্যাপের কেনাকাটায় ১৫ শতাংশ কমিশন করা হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
বছরে যাঁদের আয় ১০ লক্ষ ডলারের বেশি তাঁদের জন্য ৩০ শতাংশ কমিশন বলবৎ থাকছে ৷ গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে সদস্যতা প্রাপ্ত থেকে যে রোজগার হয়েছে সেই রোজগার থেকেই অ্যানড্রয়েড (Android version) ও প্লে-তে (Google Play Store) বিনিয়োগ করেছেন যাতে বিনমূল্যে সদস্যতা বিনামূল্যে পান মানুষ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
গুগল প্লের (Google Play Store) সেবা শুল্ক কেবলমাত্র সেই সমস্ত মানুষের জন্য কার্যকর হয়েছে যাঁরা ডিজিট্যালি সেবা এই অ্যাপ বিক্রির ক্ষেত্রে শুল্কের ক্ষেত্রে অ্যাপ নির্মাতাদের দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
এর আগে গুগল জানিয়েছিল ভারতে ডেভলাপার্স যাঁরা ডিজিট্যাল জিনিসপত্র বিক্রির করে কিন্তু এখনও প্লে-এর বিলিং প্রণালীর সঙ্গে রেজিস্টার্ড নয় ৷ তাঁদের কাছে মার্চ ২০২০ (March 2000) পর্যন্ত সমসয় রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
গুগলের (Google) পক্ষ থেকে জানানো হয়েছে ভারতে হাজার হাজার ডেভলাপার আছেন যাঁরা ডিজিট্যাল সামগ্রী বিক্রি করতে আগে থেকে প্লে-এর ব্যবহার করছেন ৷ তাঁরাও এই পরিবর্তনের সুফল পাবেন, এমনটাই জানা যাচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
সুরক্ষার কারণেই গুগল (Google) বেশ কিছু অ্যাপ নিষিদ্ধ করেছে ৷ গুগল প্রায় দেড়শরও বেশি অ্যাপের বিরুদ্ধে পদক্ষেপ করেছে ৷ জানতে পারা যাচ্ছে যে নিষিদ্ধ ইউজারেরা তাঁদের নিজস্ব তথ্য ও টাকা পয়সার জন্য ভুল রণনীতি ব্যবহার করেছেন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Google Play Store: Diwali 2021-র বিরাট উপহার গুগলের! কমিশন অর্ধেক, সরাসরি বড় সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল