Google Play Store: Diwali 2021-র বিরাট উপহার গুগলের! কমিশন অর্ধেক, সরাসরি বড় সুবিধা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Google Play Store|Android latest version: বড় সিদ্ধান্ত গুগলের
advertisement
1/8

গুগল প্লে স্টোরে সাবস্ক্রিপশনের কমিশন কমিয়ে ১৫ শতাংশ করেছে (The subcription commission of Google Play Store has been reduced, The big decision will be effective from Januray 01, 2022) ৷ বর্তমানে এই কমিশন ৩০ শতাংশ আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
নতুন কমিশনের শতাংশ আগামী বছর জানুয়ারি থেকেই কার্যকর হবে (The decision will activate from January 01, 2022) ৷ অ্যাপস্টোরে বেশি কমিশন নিয়ে অ্যাপেল ও গুগল এই দুই সংস্থাকে আলোচনার শিকার হতে হচ্ছে ৷
advertisement
3/8
বাড়তি আলোচনার পরেই গুগল কমিশন কম করার সিদ্ধান্ত নিয়েছে (After the discussion Google has took that decision) ৷ গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত ডেভলাপার ১০ লক্ষ ডলার আয় করেন তাঁদের জন্য Play Store অ্যাপের কেনাকাটায় ১৫ শতাংশ কমিশন করা হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
বছরে যাঁদের আয় ১০ লক্ষ ডলারের বেশি তাঁদের জন্য ৩০ শতাংশ কমিশন বলবৎ থাকছে ৷ গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে সদস্যতা প্রাপ্ত থেকে যে রোজগার হয়েছে সেই রোজগার থেকেই অ্যানড্রয়েড (Android version) ও প্লে-তে (Google Play Store) বিনিয়োগ করেছেন যাতে বিনমূল্যে সদস্যতা বিনামূল্যে পান মানুষ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
গুগল প্লের (Google Play Store) সেবা শুল্ক কেবলমাত্র সেই সমস্ত মানুষের জন্য কার্যকর হয়েছে যাঁরা ডিজিট্যালি সেবা এই অ্যাপ বিক্রির ক্ষেত্রে শুল্কের ক্ষেত্রে অ্যাপ নির্মাতাদের দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
এর আগে গুগল জানিয়েছিল ভারতে ডেভলাপার্স যাঁরা ডিজিট্যাল জিনিসপত্র বিক্রির করে কিন্তু এখনও প্লে-এর বিলিং প্রণালীর সঙ্গে রেজিস্টার্ড নয় ৷ তাঁদের কাছে মার্চ ২০২০ (March 2000) পর্যন্ত সমসয় রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
গুগলের (Google) পক্ষ থেকে জানানো হয়েছে ভারতে হাজার হাজার ডেভলাপার আছেন যাঁরা ডিজিট্যাল সামগ্রী বিক্রি করতে আগে থেকে প্লে-এর ব্যবহার করছেন ৷ তাঁরাও এই পরিবর্তনের সুফল পাবেন, এমনটাই জানা যাচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
সুরক্ষার কারণেই গুগল (Google) বেশ কিছু অ্যাপ নিষিদ্ধ করেছে ৷ গুগল প্রায় দেড়শরও বেশি অ্যাপের বিরুদ্ধে পদক্ষেপ করেছে ৷ জানতে পারা যাচ্ছে যে নিষিদ্ধ ইউজারেরা তাঁদের নিজস্ব তথ্য ও টাকা পয়সার জন্য ভুল রণনীতি ব্যবহার করেছেন ৷ প্রতীকী ছবি ৷