TRENDING:

Refrigerator | Fridge: ফ্রিজ ঠান্ডা রাখে কোন গ্য়াস? না জেনেই কি ব্য়বহার করছেন এতদিন? জানেন এর ক্ষতিকারক দিক

Last Updated:
বিজ্ঞানীরা জানাচ্ছেন CFC গ্যাসের মোট ৬ প্রকার৷ যার মধ্যে R-290 এবং R-600A বিশ্বের উষ্ণায়নের জন্য দায়ী নয়৷ এটি ওজোন স্তরের জিরো শতাংশ ক্ষতি করে। (nw18)
advertisement
1/7
ফ্রিজ আসলে ঠান্ডা রাখে একটা গ্য়াস, কী তার নাম? না জেনেই ব্য়বহার করছেন এতদিন?
নয়াদিল্লি. বাইরে এত গরম। অথচ, ফ্রিজ কিন্তু সব সময় ঠান্ডা কখনও ভেবে দেখেছেন, এর পিছনে কোন বিজ্ঞান লুকিয়ে রয়েছে? আসলে ফ্রিজকে সবসময় ঠান্ডা রাখার পিছনে লুকিয়ে রয়েছে একটি গ্যাস৷ যা পরিবেশের জন্য বিষাক্তও বটে৷
advertisement
2/7
ফ্রিজের কম্প্রেসারে রাখা সেই গ্যাস ফ্রিজকে ঠান্ডা রাখতে সাহায্য করে। (আনস্প্ল্যাশ)
advertisement
3/7
প্রথমের দিকে ক্লোরোফ্লুরোকার্বন (সিএফসি)-কে কম্প্রেসরের গ্যাস হিসাবে ব্যবহার করা হত। তবে গত কয়েক বছর ধরে এই গ্যাসের ব্যবহার বন্ধ করা হয়েছে। কারণ এই গ্যাস পরিবেশের বিশাল ক্ষতি করে৷ এই গ্যাস বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ৷ ক্লোরোফ্লুরোকার্বন এয়ার কন্ডিশনারেও ব্যবহার করা হতো৷ যাতে বিপুল ক্ষতি হত পরিবেশের৷ (আনস্প্ল্যাশ).
advertisement
4/7
এখন টেট্রাফ্লুরো ইথেন নামের একটি গ্যাস ফ্রিজে রাখা হয়। এটি পরিবেশের জন্য অনেকটাই ভাল বলে জানাচ্ছেন গবেষকেরা। (ক্যানভা)
advertisement
5/7
ওজোন স্তর ক্ষয়ে যাওয়ার পিছনে CFC বা ক্লোরোফ্লুরো কার্বনই মূলত দায়ী৷ এটি পৃথিবীকে আবৃত করে রাখা ওজন স্তরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে তাকে পাতলা করে দেয়৷ আমরা সকলেই জানি, এই ওজন স্তর আমাদের সূর্যের অতিবেগুনী রশ্মির হাত থেকে রক্ষা করে। (nw18)
advertisement
6/7
এখন টেট্রাফ্লুরো ইথেন নামের একটি গ্যাসকে একটি কনটেনারে কমপ্রেস করে ভরে ফ্রিজের পিছনের দিকে আটকে রাখা হয়৷ এই গ্যাস বছরের পর বছর ফ্রিজকে ঠান্ডা রাখে৷
advertisement
7/7
বিজ্ঞানীরা জানাচ্ছেন CFC গ্যাসের মোট ৬ প্রকার৷ যার মধ্যে R-290 এবং R-600A বিশ্বের উষ্ণায়নের জন্য দায়ী নয়৷ এটি ওজোন স্তরের জিরো শতাংশ ক্ষতি করে। (nw18)
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Refrigerator | Fridge: ফ্রিজ ঠান্ডা রাখে কোন গ্য়াস? না জেনেই কি ব্য়বহার করছেন এতদিন? জানেন এর ক্ষতিকারক দিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল