Facebook-এ এক আইডি দিয়েই তৈরি করা যাবে ৫টি প্রোফাইল! আসছে নয়া ফিচার
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Facebook Multiple Accounts: এই ফিচারের সাহায্য একাধিক প্রোফাইল থেকে একাধিক গ্রুপেও যোগ দেওয়া যাবে।
advertisement
1/8

ফেসবুকে এ বার খোলা যাবে একাধিক প্রোফাইল। ব্যবহারকারীদের জন্য এই সুবিধা আনতে চলেছে জুকেরবার্গের সংস্থা Meta। জানা গিয়েছে, খুব শীঘ্রই একটা অ্যাকাউন্ট থেকে ৫টি প্রোফাইল চালানোর সুবিধা মিলতে চলেছে।
advertisement
2/8
বর্তমানে Facebook প্ল্যাটফর্মে এই ফিচার পরীক্ষা করে দেখছে Meta। সোশ্যাল মিডিয়া জায়ান্ট জানিয়েছে, এই ফিচারের সাহায্য একাধিক প্রোফাইল থেকে একাধিক গ্রুপেও যোগ দেওয়া (Join) যাবে। যেমন একটা প্রোফাইল থেকে সহকর্মীদের গ্রুপে আবার অন্য প্রোফাইল থেকে বন্ধুদের আড্ডায় যোগ দেওয়া যাবে। তবে প্রতিটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পরিচয়পত্র ব্যবহার করতে হবে।
advertisement
3/8
এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করেছেন ফেসবুকের মুখপাত্র লিওনার্ড লাম (Leonard Lam)। তিনি বলেছেন, ‘ব্যবহারকারীদের অভিজ্ঞতা, কোন বিষয়ে তাঁদের আগ্রহ এবং কাদের সঙ্গে তাঁরা যুক্ত হতে চান, এই সব বিষয়গুলো মাথায় রেখেই এই নতুন বৈশিষ্ট্য আনতে চলেছে Facebook। তবে একটা মূল অ্যাকাউন্ট রাখতেই হবে। তার সঙ্গেই যুক্ত হবে বাকি অ্যাকাউন্টগুলো। এটা আপাতত পরীক্ষা করে দেখা হচ্ছে।’
advertisement
4/8
একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, মূল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অতিরিক্ত প্রোফাইলগুলোতে ব্যবহারকারী তাঁর আসল নাম নাও রাখতে পারেন। ইচ্ছে মতো যে কোনও নাম বা কোনও স্বতন্ত্র নাম রাখারও অনুমতি দেবে Facebook। তবে নম্বর বা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। Facebook স্পষ্ট জানিয়ে দিয়েছে, মূল অ্যাকাউন্টে ব্যবহারকারীকে আসল নামই দিতে হবে।
advertisement
5/8
একইসঙ্গে Facebook এও জানিয়েছে যে, ব্যবহারকারীর অতিরিক্ত প্রোফাইলগুলিতে নিরাপত্তা এবং গোপনীয়তার নিয়ম কমবেশি একই থাকবে। ফেসবুকের নীতি এবং নির্দেশিকা মেনেই চলতে হবে। তবে প্রোফাইলগুলো যেন ছদ্মবেশে না থাকে। নিজের পরিচয়কে ভুল ভাবে উপস্থাপন করা যাবে না। অতিরিক্ত প্রোফাইল যদি ফেসবুকের নিয়ম লঙ্ঘন করে তবে সেগুলিকে সাসপেন্ড করা হবে না। তার প্রভাব সরাসরি পড়বে মূল অ্যাকাউন্টের উপর।
advertisement
6/8
কেন অতিরিক্ত প্রোফাইল ব্যবহারের সুবিধা নিয়ে আসছে Facebook? ওয়াকিবহাল মহল বলছে, Facebook জুড়ে ভুয়ো প্রোফাইলের রমরমা। অনেক সময়ই সেগুলির ব্যবহারকারীকে চিহ্নিত করতে হিমশিম খেতে হয়। এই ব্যবস্থা ফেক প্রোফাইলের রমরমা কমাবে।
advertisement
7/8
Facebook কর্তৃপক্ষও একই কথা বলছে। তাদের দাবি, এটা ফেসবুকের অপব্যবহার রোধে সক্রিয় ভূমিকা নেবে। অতিরিক্ত প্রোফাইল নিয়ম লঙ্ঘন করলে মূল অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হবে। কারণ মূল যে অ্যাকাউন্টের সঙ্গে অতিরিক্ত প্রোফাইল লিঙ্ক করা আছে তা সহজেই চিহ্নিত করা যাবে।
advertisement
8/8
ফলে উপযুক্ত ব্যবস্থাও নেওয়া যাবে। প্রয়োজনে অতিরিক্ত অ্যাকাউন্ট বা প্রোফাইল ডিলিটও করে দিতে পারে Facebook। শুধু তাই নয়, এমন পদক্ষেপ নেওয়া হলে মূল অ্যাকাউন্টও হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকছে।