TRENDING:

১ অক্টোবর থেকে জনপ্রিয় এই ফিচার বন্ধ করতে চলেছে Facebook! জানুন বিশদে

Last Updated:
ফেসবুক আনতে চলেছে এই বড় বদল, বন্ধ হতে চলেছে এই ফিচার
advertisement
1/7
১ অক্টোবর থেকে জনপ্রিয় এই ফিচার বন্ধ করতে চলেছে Facebook!
একাধিক ফিচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে Facebook। তার মধ্যে অন্যতম হল Neighborhoods। জানা গিয়েছে আগামী ১ অক্টোবর থেকেই Neighborhoods নামক হাইপারলোকাল ফিচারটি বন্ধ করতে চলেছে Facebook৷
advertisement
2/7
এই বিশেষ প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের সাহায্য করত তাঁদের আশপাশের মানুষের সঙ্গে সংযুক্ত হতে। স্থানীয় এলাকায় কোনও নতুন জায়গা আবিষ্কার করা বা স্থানীয় মানুষের সঙ্গে যুক্ত হওয়ার পথ সহজ করতে। ২০২১ সালে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে প্রথম চালু করা হয়েছিল এই পরিষেবা।
advertisement
3/7
ব্যবহারকারীদের এই পরিষেবায় যোগদান করে একটি পৃথক প্রোফাইল তৈরি করার সুবিধা দেওয়া হয়েছিল।
advertisement
4/7
কিন্তু সারা বিশ্বে এটি তেমন ভাবে ছড়িয়ে পড়তে পারেনি। এর কারণ হিসেবে মনে করা হচ্ছে, Meta তেমন কোনও লক্ষ্য খুঁজে পায়নি যাতে এই বিশেষ ফিচারটিকে আরও ব্যাপক ভাবে ছড়িয়ে দেওয়া যায়। Neighborhood বন্ধ করার সিদ্ধান্ত সম্ভবত তারই ইঙ্গিত।
advertisement
5/7
যদিও ঠিক কেন এই ফিচারটি বন্ধ করে দেওয়া হচ্ছে, তার কোনও সদুত্তর দেয়নি Meta। তবে মনে করা হচ্ছে, সম্প্রতি খরচ কমাতে এমন অনেক বিষয়েই গুরুত্ব দিতে চাইছে সংস্থা। তা ছাড়াও, Neighborhood বন্ধ হয়ে যাওয়া ব্যবহারকারী বা সংস্থার অংশীদারদের কাছ থেকেও তেমন কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
advertisement
6/7
এ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘যখন আমরা Neighborhood চালু করি, তখন আমাদের লক্ষ্য ছিল স্থানীয় সম্প্রদায়গুলিকে পরস্পর কাছাকাছি নিয়ে আসা। কিন্তু আমরা বুঝতে পেরেছি এই লক্ষ্যে সর্বোত্তম উপায় হল গ্রুপ (Group)’৷
advertisement
7/7
আসলে Neighborhood-কে একটি ডিজিটাল ডিরেক্টরি হিসাবে দেখা হয়েছিল। যা একাধিক মানুষকে সংযুক্ত হতে সাহায্য করে। অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের Facebook-ও নির্দেশিকা জারি করে আশপাশের বিষয়গুলিতে কাজ করতে চাইছিল। এমনকী প্ল্যাটফর্মে পাওয়া যায় এমন বস্তুর গুণমান ও স্বাস্থ্যবিধি বিষয়ে নজর রাখার ব্যবস্থাও ছিল। কিন্তু ১ অক্টোবর থেকে এই পরিষেবা আর পাওয়া যাবে না।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
১ অক্টোবর থেকে জনপ্রিয় এই ফিচার বন্ধ করতে চলেছে Facebook! জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল