Top 5 Smart Ceiling Fan: ফ্যান চালিয়েও নাইট ল্যাম্পের থেকেও কম বিল! বর্ষায় তুমুল বিক্রি
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Top 5 Smart Ceiling Fan: প্রয়োজন মত ফ্যান চালিয়েও অপেক্ষাকৃত কম বিদ্যুতের বিল
advertisement
1/16

নতুন হ্যাভেলসের সুন্দর ফ্যানটিতে দারুণ কানেকটিভি রয়েছে ৷ লো নাইজ অপারেশন, বুড ফিনিশের সঙ্গে দুর্দান্ত নকশা ৷ এই ফ্যান ঘরের তাপমাত্রা অনেকটাই কম করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/16
আর্দ্রতা বাইরে বের করে দেয় ৷ ৭৮ ওয়াট বিদ্যুৎ খরচ হয় এই ফ্যান ব্যবহার করলে ৷ এই স্মার্ট সিলিং ফ্যান টির দাম ১৫,৭১৫ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/16
প্যানাসনিক ক্যাপ্টার আই ক্রাফ্ট ফ্যান অ্যামজন অ্যালেক্সা গুগলের হোম কানেক্টের মাধ্যমে নিয়ন্ত্রিত করা যেতে পারে ৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই ফ্যানে সেন্সর ও ইনবিল্ড ইনটেলিজেন্ট মোড রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/16
আবহাওয়ার আর্দ্রতার উপরে নির্ভর করে ফ্যানের গতিবেগ নিয়ন্ত্রিত করে ৷ MirAle অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিয়ন্ত্রিত করা হয় ৷ এছাড়াও এই অ্যাপ্লিকেশনে টেম্পারেচর সেন্সরও থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/16
এই পাখার গতি নিয়ন্ত্রণ করে ৷ ক্যাপ্টার আই ক্রাফ্ট এসি টেকনোলজির সঙ্গে রয়েছে যার সঙ্গে ওয়াইফাই সংযুক্ত করা যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/16
এর মাধ্যমে সিলিং ফ্যান স্মার্ট ডিভাইজের সাহায্য করতে পারে ৷ মোবাইল ফোন বা ট্যাবলেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যেতে পারে এই স্মার্ট ফ্যান ৷ এর দাম ৭,০০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/16
ইনভার্টার মোটর ফ্যান কেবল ৪৫ ওয়াট বিদ্যুৎ খরচ করে যা সাধারণ ফ্যানের মোকাবিলার ৪০ শতাংশ বিদ্যুৎ সঞ্চয় করে ৷ উন্নত মানের ইয়ারোডায়নামিক ব্লেডের ডিজাইন 240 cmm ক্ষমতাসম্পন্ন ১৪০ ভোল্টেই ভাল কাজ করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/16
এয়ারোস্লিমের 1200mm এর ব্লেড ১০০ শতাংশ মর্চে বিহীন হাইগ্রেডের গ্লাস ফিল্ড কম্পাউন্ড ৷ এবিএস প্রস্তুত, যা বেল্ডকে মজুবত করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/16
স্লিপ সিলিন্ডারের মত ডিজাইন যাতে আন্ডার লাইট ও হাইড্রোগ্রাফিক ফিনিশের সঙ্গে পিয়ু পেন্ট এয়রোস্লিম পাখার প্রিমিয়াম লুক যা দারুণ আকর্ষণীয়, এই পাখাতে রিমোর্টের সাহায্যে নিয়ন্ত্রিত করা যায় ৷ অ্যামাজনে এর দাম ৯,৯৯০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/16
crompton greaves silent Pro enso এর বিশেষত্ব এটাই এয়ারোডায়নমিক ডিজাইন ও অ্যাক্টিভ বিএলডিসি প্রযুক্তি সম্পন্ন যাতে ৫২ ডেসিবেলে শব্দ উৎপন্ন করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/16
এর মোটর থেকে ৪২ ওয়াট ইনপুট পাওয়ার ও ৯০ থেকে ৩০০ ভোল্টেজের স্তরে কাজ করে ৷ এই পাখা মাই ক্রম্পটন মোবাইল অ্যাপের মাধ্যমে বেশ কয়েকটি স্মার্ট ফিচার প্রদান করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/16
এর সঙ্গে গুগল হোম বা অ্যামাজন অ্যালেকসা লিঙ্ক করা যায় ৷ এর স্মার্ট অপারেশনের ২টি মোড আছে ৷ অ্যাক্টিভ ভিএলডিসি মোটরের লেস্ন পাখা ৫০ শতাংশ বিদ্যতের সঞ্চয় হয় ৷
advertisement
13/16
এর সেফ্টি কেবল অত্যন্ত লম্বা হয় ৷ উন্নত প্রযুক্তির ফলে পাখা পরে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করা যায় ৷ এর দাম ৯,৮৩০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/16
এই স্মার্টফ্যানের রেঞ্জ আওয়াজের মাধ্যমে চলতে সক্ষম উপকরণে অ্যালেক্সা গুগল হোমের সঙ্গে কাজ করতে পারে ৷ একে মোবাইলে অ্যাপ্লিকেশনের মাধ্যমে চালনা করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/16
কানোসিয়া মাল্টি ইউজার-ইউজার মোডের সঙ্গে রয়েছে ৷ এর স্মার্ট মোড ঘরের তাপমাত্রা কম করতে সাহায্য করে ৷ আর্দ্রতার শেষ করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/16
এই অনুযায়ী পাখার তাপমাত্রা নির্ধারিত হয় ৷ এরসঙ্গে অন্য ফিচারও লক্ষ্য করা গিয়েছে ৷ পঞ্চস্তরীয় স্পিড কন্ট্রোল, টাইমার সেটিং, অটোমেটিক অন অফ পদ্ধতি ৷ এর দাম ৯,৫১০ টাকা ৷ প্রতীকী ছবি ৷