Electricity Bill Reduce Tips: সুপার টিপস! কড়া শীতে যতই গিজার-রুম হিটার চালান বিদ্যুতের বিল থাকবে আয়ত্তেই
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Electricity Bill Reduce Tips: বিদ্যুতের বিল ম্যাজিকে মত কমবে প্রচুর হিটার, গিজার চালালেও বাড়বেনা বিদ্যুতের বিল
advertisement
1/11

সারা দেশে এই মুহূর্তে কড়া ঠান্ডার সঙ্গে বেশ কিছু এলাকায় দোসর হয়েছে বৃষ্টিপাত ৷ কড়া ঠান্ডায় রীতিমত চাপে এই মুহূর্তে সবাই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
কড়া ঠান্ডার হাত থেকে বাঁচতে নানান ধরনের উপায় মানুষের হাতে রয়েছে ৷ বাড়ি বাড়ি হিটার ও গিজার ব্যবহার করার প্রবণতা বাড়ছে দিনের পর দিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
এরফলেই প্রতিটি মানুষই সম্মুখীন হচ্ছেন বড়সড় খরচের ৷ এরফলেই নাগালের বাইরে চলে যায় বাড়ির বাজেট ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
প্রতি মাসেই বেশি বিদ্যুতের বিল নিয়ে অতিরিক্ত মাত্রায় চিন্তিত থাকতে হয় সাধারণ মানুষকে ৷ তবে কয়েকটি সহজ পদ্ধতি যদি ফলো করা হয় তাহলে লম্বা বিদ্যুতের বিল থেকে মুক্তি পেতে পারেন অতি সহজেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
লাগাতার গিজার ও রুম হিটার চালিয়েও অত্যন্ত কম আসবে বিদ্যুতের বিল ৷ ঠান্ডা জলকে গরম করতে গিজারের প্রয়োজন হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
এতে বিদ্যুতের খরচ অত্যন্ত পরিমাণে বাড়তে পারে ৷ সেই কারণে জল গরম কররার সময়ে ইমার্শন রড দিয়ে জল গরম করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
ম্যাজিকের মত বিদ্যুতের বিল কমবে ৷ আর যদি গিজারে জল গরম করে সেই গরম জলেই স্নান করতে চান সেক্ষেত্রে ৫ স্টার রেটেড গিজার ব্যবহার করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
কেননা ফাইভ স্টার রেটেড গিজারে বিদ্যুতের বিল অনেক কম আসবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
স্নান গরম জলে করলেও শীতের দিনে কড়া ঠান্ডার হাত থেকে রেহাই নেই ৷ সেই কারণে বহু মানুষ রুম হিটার ব্যবহার করে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
অতিরিক্ত পরিমাণে রুম হিটারের ব্যবহারের ফলে শরীরে খারাপ প্রভাব পড়ে ৷ তবুও হিটার চালানোর সময় ঘরের দরজা জানলা খুলে রাখা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
এছাড়াও পোর্টেবেল রুম হিটার ব্যবহার করলে বিদ্যুতের বিল অত্যন্ত কম হয়ে থাকে ৷ বিদ্যুতের বিল অনেক কম আসবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/অন্যান্য প্রযুক্তি/
Electricity Bill Reduce Tips: সুপার টিপস! কড়া শীতে যতই গিজার-রুম হিটার চালান বিদ্যুতের বিল থাকবে আয়ত্তেই