এবার WhatsApp-ও ChatGPT, সব প্রশ্নের উত্তর দেবে ‘সবজান্তা’ চ্যাটবট, করে নিন ছোট্ট এই কাজ
- Published by:Ananya Chakraborty
Last Updated:
ChatGPT কিন্তু জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এও ব্যবহার করা যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক সেই কায়দাটা।
advertisement
1/9

বর্তমানে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। ধীরে ধীরে এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI জনপ্রিয় হওয়া শুরু করেছে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার বাড়তে শুরু করেছে।
advertisement
2/9
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI-এর মাধ্যমে যেমন বিভিন্ন কাজ খুব সহজেই করা যাচ্ছে, আবার ঠিক তেমনই এর মাধ্যমে কেউ ছবি বানাচ্ছেন, আবার কেউ দেখছেন ভবিষ্যতে পৃথিবী কেমন হবে।
advertisement
3/9
ChatGPT এই AI-এর (কৃত্রিম বুদ্ধিমত্তা) উপর ভিত্তি করেই তৈরি। যার মাধ্যমে যে কেউ, যে কোনও প্রশ্ন করতে পারে। কিছুদিন আগেই বাজারে আসেছে এই ChatGPT। লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই এটি চারিদিকে একটি শোরগোল ফেলে দিয়েছে।
advertisement
4/9
একই সঙ্গে টেক জায়ান্ট কোম্পানি গুগলকেও তীব্র প্রতিযোগিতায় ফেলে দিয়েছে। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলও এখন এর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য নতুন ফিচার চালু করতে চলেছে। গুগলও এখন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI যুক্ত ফিচার চালু করতে চলেছে।
advertisement
5/9
ChatGPT-এর মাধ্যমে যে কেউ যে কোনও প্রশ্নের উত্তর পেতে পারে কয়েক সেকেন্ডের মাধ্যমে। এই ChatGPT কিন্তু জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এও ব্যবহার করা যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক সেই কায়দাটা।
advertisement
6/9
ChatGPT-এর মতো অন্যান্য বেশ কিছু আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI টুল রয়েছে। এটি যে কেউ সরাসরি জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এ ব্যবহার করতে পারে। এর মাধ্যমে কোনও কিছু সার্চ করা আরও বেশি সহজ হবে।
advertisement
7/9
এখন কাজ করার সময় কোনও তথ্যের প্রয়োজন হলে গুগলে সার্চ করতে হবে না। এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা AI টুল যে কোনও প্রশ্নের সঙ্গে সম্পর্কিত সমস্ত তথ্য তাৎক্ষণিকভাবে দেবে। এর মাধ্যমে যে কেউ অফিস, মিটিং, স্কুল অ্যাসাইনমেন্ট বা বাড়িতে একটি যন্ত্র ঠিক করার সময় এটিকে প্রশ্ন করতে পারে।
advertisement
8/9
এটি নিজেদের WhatsApp-এও খুব সহজেই সেট করা যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়। BuddyGpt হল Chatgpt-এর মতো আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI। এটি ব্যবহার করার জন্য, শুধু এর ওয়েবসাইটে যেতে হবে এবং 'try for free on whatsapp'-এ ক্লিক করতে হবে।
advertisement
9/9
এরপর সরাসরি WhatsApp-এ রিডাইরেক্ট করা হবে। এখানে সকলকে AI ভাষা সেট করতে বলা হবে। ভাষা নির্বাচন করার পর, নিজেদের প্রশ্ন করার প্রক্রিয়া শুরু করা যেতে পারে।