TRENDING:

BSNL New Prepaid Plans | ২২৮ এবং ২৩৯ টাকায় এক মাসের বৈধতা! BSNL লঞ্চ করেছে প্রিপেড প্ল্যান

Last Updated:
BSNL New Prepaid Plans: এ ছাড়াও, BSNL সম্প্রতি একটি নতুন ৮৭ টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে।
advertisement
1/7
২২৮ এবং ২৩৯ টাকায় এক মাসের বৈধতা! BSNL লঞ্চ করেছে প্রিপেড প্ল্যান
BSNL তার নতুন প্রিপেড (Pre-paid) রিচার্জ প্ল্যান চালু করেছে। এর মধ্যে রয়েছে একটি ২২৮ টাকা এবং আর একটি ২৩৯ টাকার প্ল্যান। ১ জুলাই থেকেই টেলিকম জায়ান্ট BSNL-এর নতুন প্যাকগুলি বাজারে এসেছে। সব থেকে বড় বিষয় হল BSNL –এর এই নতুন প্রিপেইড প্ল্যানগুলিতে এক মাসের বৈধতা মেয়াদ থাকছে। সর্বশেষ BSNL STV ২২৮ এবং ২৩৯ টাকা ট্যারিফ সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত।
advertisement
2/7
নতুন লঞ্চ করা BSNL STV ২২৮ প্রিপেড প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা। সঙ্গে থাকছে ২ জিবি ডেটা প্রতিদিন। প্রতিদিনের ২ জিবি ডেটা শেষ হয়ে গেলেও ক্ষতি নেই। তবে তখন ডেটা স্পিড কমে ৮০Kbps হয়ে যাবে। এই প্যাকে প্রতিদিন ১০০টি SMS-ও পাওয়া যাবে বিনামূল্যে। নতুন প্ল্যানটি ১ জুলাই ২০২২ থেকে চালু হতে চলেছে৷ যাঁরা এই প্যাকটি কিনবেন তাদের জন্য BSNL ‘প্রগ্রেসিভ ওয়েব’ অ্যাপে ‘চ্যালেঞ্জস অ্যারেনা’ মোবাইল গেমিং পরিষেবাও দেবে৷
advertisement
3/7
অন্যদিকে BSNL-এর ২৩৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে ১০ টাকার টকটাইম এবং আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা রয়েছে। সঙ্গে প্রতিদিন ২ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০ SMS। এ ক্ষেত্রেও কোনও দিন প্রদত্ত সমস্ত ডেটা ব্যবহার করা হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে ৮০Kbps হয়ে যাবে।
advertisement
4/7
এ ক্ষেত্রেও পাওয়া যাবে উল্লিখিত গেমিং সুবিধা মিলবে। এক রিপোর্টে জানানো হয়েছে যে, টকটাইম ব্যবহারকারীর মূল অ্যাকাউন্টে যোগ করা হবে। BSNL-এর নতুন এই প্রিপেড রিচার্জ প্ল্যানগুলি বৈধ থাকবে এক মাসের জন্য।
advertisement
5/7
এই দু’টি প্রিপেড প্ল্যান ছাড়াও, টেলিকম সংস্থাটি জানিয়েছে GP II এবং GP II বহির্ভূত গ্রাহকেরা যদি উপরে উল্লিখিত হিসাবে প্ল্যানে সক্রিয় হতে চান তা হলে ন্যূনতম ১০৭ টাকা রিচার্জ করতে হবে।
advertisement
6/7
এ ছাড়াও, BSNL সম্প্রতি একটি নতুন ৮৭ টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে। এটি BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। ৮৭ টাকা দামের এই প্ল্যানটি প্রতিদিন উচ্চ গতির ১ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০ SMS অফার করে।
advertisement
7/7
আনলিমিটেড কলিংয়ের মধ্যে রয়েছে লোকাল, রোমিং এবং আরও অনেক কিছু। সাধারণ সুবিধাগুলি ছাড়াও, এটি One97 কমিউনিকেশনের হার্ডি মোবাইল গেম পরিষেবার সঙ্গেও পাওয়া যায়। ব্যবহারকারীরা খেলাধুলা, নৈমিত্তিক এবং আর্কেড-সহ বিভিন্ন গেম অ্যাক্সেস করতে পারেন। এটি প্যান-ইন্ডিয়া ভিত্তিতে পাওয়া যায়। এটি BSNL দ্বারা অফার করা সবচেয়ে সস্তা প্ল্যানগুলির মধ্যে একটি।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
BSNL New Prepaid Plans | ২২৮ এবং ২৩৯ টাকায় এক মাসের বৈধতা! BSNL লঞ্চ করেছে প্রিপেড প্ল্যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল