TRENDING:

হাড়হিম করছে পৃথিবীর নিকটতম ব্ল্যাক হোল, আকারে সূর্যের চেয়ে ১০ গুণ! দেখুন

Last Updated:
বিজ্ঞানীদের পক্ষ থেকে বলা হয়েছে, এটির ওজন সূর্যের থেকে প্রায় ১০ গুণ বেশি৷
advertisement
1/5
হাড়হিম করছে পৃথিবীর নিকটতম ব্ল্যাক হোল, আকারে সূর্যের চেয়ে ১০ গুণ! দেখুন
আলো সেখানে পথ হারিয়ে ফেলে৷ সেই মারণ ব্ল্যাক হোলেরই সন্ধান পেলেন বিজ্ঞানীরা৷ তবে আশঙ্কার কথাই শোনালেন বিজ্ঞানীরা৷ তাঁরা বললেন, মনে করা হয়েছিল এটির দূরত্ব পৃথিবীর খুব একটা কাছে নয়৷ কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গিয়েছে, এই কৃষ্ণগহ্বর পৃথিবীর অনেকটাই কাছে৷ আর এটির আকার সম্পর্কেরও যা বলা হচ্ছে, তাও চমকে দিতে পারে৷
advertisement
2/5
বিজ্ঞানীদের পক্ষ থেকে বলা হয়েছে, এটির ওজন সূর্যের থেকে প্রায় ১০ গুণ বেশি৷ দূরত্বের বিচারে বলা হয়েছে, এটি পৃথিবী থেকে মোট ১ হাজার ৬০০ আলোকবর্ষ দূরে৷ এটি আগের ব্ল্যাক হোলটির তুলনায় পৃথিবীর অনেকটা কাছে৷
advertisement
3/5
হাওয়াই-এর একটি দূরবীক্ষণ যন্ত্রে এটি ধরা পড়েছে জেমিনি নর্থ টেলিস্কোপে৷ সেই ব্ল্যাক হোলের চারিদিকে একটি সূর্যের মতো একটি নক্ষত্র প্রদক্ষিণ করছে৷ পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘোরে, এটি সেভাবেই ব্ল্যাক হোলের চারিদিকে ঘরে৷
advertisement
4/5
বিজ্ঞানীরা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, ‘‘ধরে নিন ব্ল্যাক হোলটি সূর্যের যেমন সৌরজগতের মধ্যমণি, তেমনই ব্ল্যাকহোলটিকে কেন্দ্র করে সূর্যও ঘুরছে৷
advertisement
5/5
ইওরোপীয় স্পেস এজেন্সি মারফত পাওয়া তথ্যের ভিতিত্তে সবার প্রথমে এই ব্ল্যাক হোলের অবস্থান স্পষ্ট করেন বিজ্ঞানীরা৷ সেইটির পরবর্তীতে সূর্যের আকারের সঙ্গে তুলনা করে আকারটি নির্ধারণ করা হয়৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
হাড়হিম করছে পৃথিবীর নিকটতম ব্ল্যাক হোল, আকারে সূর্যের চেয়ে ১০ গুণ! দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল