TRENDING:

Jio-র সস্তার প্ল্যান ! পেয়ে যান আনলিমিটেড কলিং ৫৬ দিনের জন্য, আরও অন্য বেনিফিট

Last Updated:
জেনে নিন এমন কয়েকটি জিও রিচার্জ প্ল্যান যার ভ্যালিডিটি ৫৬ দিনে...
advertisement
1/4
Jio-র সস্তার প্ল্যান ! পেয়ে যান আনলিমিটেড কলিং ৫৬ দিনের জন্য, আরও অন্য বেনিফিট
মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও (Jio) ৷ একের পর এক সস্তায় নতুন প্ল্যান নিয়ে এসে জনপ্রিয়তার শীর্ষে জিও৷ অনেক সময় গ্রাহকরা বার বার রিচার্জ করার ঝামেলা এড়াতে চান এবং এমন পরিস্থিতিতে তারা এমন কিছু রিচার্জ খোঁজেন যার অনেক দিনে মেয়াদ বা ভ্যালিডিটি। জিও এমন বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান অফার করে যা ভ্যালিডিটি ৫৬ দিনের। জেনে নিন এমন কয়েকটি জিও রিচার্জ প্ল্যান যার ভ্যালিডিটি ৫৬ দিনে...
advertisement
2/4
জিও ৪৪৪ রিচার্জ প্ল্যান - জিও-র ৪৪৪ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন দৈনিক ২জিবি ইন্টারনেট ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিনের। মানে গ্রাহকরা পেয়ে যাবেন মোট ১১২জিবি ডেটা। আনলিমিটেড কলিং এর সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবেন ১০০টি এসএমএস। প্রতি দিনের ডেটা লিমিট শেষ হয়ে গেলে স্পিড কমে হয়ে যাবে ৬৪কেবিপিএস। এছাড়াও গ্রাহকরা পেয়ে যাবেন জিও-র সব অ্যাপসের সাবস্ক্রিপশন।
advertisement
3/4
জিও ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান - জিও-র ৩৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন দৈনিক ১.৫ জিবি ইন্টারনেট ডেটা। মানে গ্রাহকরা পেয়ে যাবেন মোট ৮৪জিবি ডেটা। প্রতি দিনের ডেটা লিমিট শেষ হয়ে গেলে স্পিড কমে হয়ে যাবে ৬৪কেবিপিএস। আনলিমিটেড কলিং এর সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবেন ১০০টি এসএমএস। এছাড়াও গ্রাহকরা পেয়ে যাবেন জিও-র সব অ্যাপসের সাবস্ক্রিপশন।
advertisement
4/4
সম্প্রতি ৯৮ টাকার রিচার্জ প্ল্যান আপডেট করেছে জিও। ৯৮ টাকার রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন ১.৫ জিবি দৈনিক ডেটা ১৪ দিনের জন্য। কিন্তু এতে এসএমএস এর কোন সুবিধা দেয় না সংস্থা। এই প্ল্যানে গ্রাহকরা যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করতে পারবেন। সেই সঙ্গে থাকছে JioTV, JioCinema, JioSecurity, JioNews, আর JioCloud অ্যাপগুলির সবস্ক্রিপশন বিনামূল্যে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Jio-র সস্তার প্ল্যান ! পেয়ে যান আনলিমিটেড কলিং ৫৬ দিনের জন্য, আরও অন্য বেনিফিট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল