TRENDING:

Tech News: যত খুশি পাখা, টিভি, ফ্রিজ, এসি চালান, বিদ্যুতের বিল অর্ধেক! শুধু মিটারের পাশে এই ছোট্ট ডিভাইজটি বসিয়ে নিন

Last Updated:
Tech News: মিটারের পাশে এই ছোট্ট যন্ত্রটি বসিয়ে নিন বিদ্যুতের বিল হবে অর্ধেক
advertisement
1/7
Tech News: যত খুশি পাখা, টিভি, ফ্রিজ, এসি চালান, বিদ্যুতের বিল অর্ধেক!
বাড়ির বিদ্যুৎ মিটারের পাশেই অল্প টাকায় বসিয়ে নিন এই ডিভাইজ তারপরে টিভি, ফ্রিজ, পাখা, এসি সবই চালান কিন্তু বিল আসবে নামমাত্র ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/7
যতক্ষণ খুশি চালান এসি, ফ্রিজ, পাখা, বিদ্যুৎ বিল আসবে অত্যন্ত কম ৷ নানান পন্থা অবলম্বন করেও কোনও ভাবেই বিদ্যুতের বিল কমানো যাচ্ছেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/7
শুধুই বিদ্যুতই নয় বাড়িতে বিদ্যুতের ফলে অনেক সময়ে শর্ট সার্কিট ঘটার সম্ভাবনা থাকে, এই ডিভাইজের মাধ্যেম অতি সহজেই বিদ্যুতের বিল কম করা সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/7
তবে সবার মনে প্রশ্ন একটাই কোথায় পাওয়া যাবে এই যন্ত্র বা এর নাম বৃত্তান্ত ইত্যাদি ৷ এই যন্ত্রের কাজই বা কী? প্রতীকী ছবি ৷
advertisement
5/7
ভীষণ গরমের হাত থেকে একটু মুক্তি পেতে কোনও সময় এসি, কোনও সময়ে ফ্যান বা কোনও সময়ে কুলার চালানো হয়ে থাকে ৷ এতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিদ্যুতের বিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/7
শুধুমাত্র মিটারের কাছে বা পাশে এই ডিভাইজটি ইনস্টল করে নিন ৷ এতে বিদ্যুতের ব্যবহার হলেও বিল আসবে অনেক কম ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/7
এই ডিভাইজটির মডেল নম্বর হল Shakti_2X2_sm পাওয়ার সেভারের ওয়েবসাইটে গিয়েও অর্ডার করা যেতে পারে ৷ অথবা অত্যন্ত জনপ্রিয় অনলাইন শপিং অ্যাপ বা ওয়েবসাইটেও বুক করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/অন্যান্য প্রযুক্তি/
Tech News: যত খুশি পাখা, টিভি, ফ্রিজ, এসি চালান, বিদ্যুতের বিল অর্ধেক! শুধু মিটারের পাশে এই ছোট্ট ডিভাইজটি বসিয়ে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল