TRENDING:

Bajaj Chetak: ফিরছে স্মৃতি! কলকাতায় ফের পাওয়া যাবে বাজাজ চেতক, মাত্র ২ হাজারে শুরু হচ্ছে বুকিং

Last Updated:
Bajat Chetak: কলকাতায় বিক্রি করা হবে এই বিখ্যাত স্কুটারটি।
advertisement
1/5
ফিরছে স্মৃতি! কলকাতায় ফের পাওয়া যাবে বাজাজ চেতক, মাত্র ২ হাজারে শুরু হচ্ছে বুকিং
কলকাতায় ফের পাওয়া যাবে বাজাজ চেতক। যেন ফিরতে চলেছে পুরনো স্মৃতি। সম্প্রতি বাজার অটোজের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, বাজাজ চেতকের নতুন মডেলের বিক্রি শুরু করা হবে কলকাতায়।
advertisement
2/5
কলকাতায় বিক্রি করা হবে এই বিখ্যাত স্কুটারটি। তবে এ বার আর তেলে নয়, এই বাইক চলবে ব্যাটারিতে। শোনা যাচ্ছে বাইপাসের ধারে কোনও একটি আউটলেটে এটি বিক্রি করা হবে।
advertisement
3/5
কত দাম হবে এই স্কুটারের, সে দিকেই তাকিয়ে আছেন সাধারণ মানুষ। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, বাজাজের ইলেকট্রিক বাইক বিক্রি করা হবে খুবই কম দামে। আপাতত এটি বুকিং করা যাবে মাত্র ২ হাজার টাকায়। তবে এটি ই-বাইকের আসল দাম নয়।
advertisement
4/5
এই ই বাইকে থাকবে একটি ৩ কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি। এই বাইকের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৭০ কিলোমিটার আর ইকো মোডে ৯০ কিলোমিটার।
advertisement
5/5
বাজাজের নতুন এই স্কুটারটির দাম ১ লক্ষ ৫৩ হাজার ২৯৮ টাকা। তবে এটির অনরোড মূল্য হবে ১ লক্ষ ৬৫ হাজার ৫৫১ টাকা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Bajaj Chetak: ফিরছে স্মৃতি! কলকাতায় ফের পাওয়া যাবে বাজাজ চেতক, মাত্র ২ হাজারে শুরু হচ্ছে বুকিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল