Bajaj Chetak: ফিরছে স্মৃতি! কলকাতায় ফের পাওয়া যাবে বাজাজ চেতক, মাত্র ২ হাজারে শুরু হচ্ছে বুকিং
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Bajat Chetak: কলকাতায় বিক্রি করা হবে এই বিখ্যাত স্কুটারটি।
advertisement
1/5

কলকাতায় ফের পাওয়া যাবে বাজাজ চেতক। যেন ফিরতে চলেছে পুরনো স্মৃতি। সম্প্রতি বাজার অটোজের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, বাজাজ চেতকের নতুন মডেলের বিক্রি শুরু করা হবে কলকাতায়।
advertisement
2/5
কলকাতায় বিক্রি করা হবে এই বিখ্যাত স্কুটারটি। তবে এ বার আর তেলে নয়, এই বাইক চলবে ব্যাটারিতে। শোনা যাচ্ছে বাইপাসের ধারে কোনও একটি আউটলেটে এটি বিক্রি করা হবে।
advertisement
3/5
কত দাম হবে এই স্কুটারের, সে দিকেই তাকিয়ে আছেন সাধারণ মানুষ। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, বাজাজের ইলেকট্রিক বাইক বিক্রি করা হবে খুবই কম দামে। আপাতত এটি বুকিং করা যাবে মাত্র ২ হাজার টাকায়। তবে এটি ই-বাইকের আসল দাম নয়।
advertisement
4/5
এই ই বাইকে থাকবে একটি ৩ কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি। এই বাইকের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৭০ কিলোমিটার আর ইকো মোডে ৯০ কিলোমিটার।
advertisement
5/5
বাজাজের নতুন এই স্কুটারটির দাম ১ লক্ষ ৫৩ হাজার ২৯৮ টাকা। তবে এটির অনরোড মূল্য হবে ১ লক্ষ ৬৫ হাজার ৫৫১ টাকা।