Meta | Facebook | Instagram: এলন মাস্কের পথেই জুকেরবার্গ! এবার এই পরিষেবার জন্যে টাকা নেবে ফেসবুক, ইনস্টাগ্রাম
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারও ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য মাসিক ফি নেওয়া শুরু করেছে ইতিমধ্যেই। Twitter ভেরিফায়েড ব্লু টিক-এর জন্য প্রতি মাসে ওয়েবে ৬৫০ টাকা নেয়৷ Twitter Blue ভারতে Android এবং iOS মোবাইল ডিভাইসের ব্যবহারকারীদের জন্য ৯০০ টাকা নেয়।
advertisement
1/8

এই তো কদিন আগের কথা৷ হঠাৎ করেই একদিন সকালে আবিষ্কার হল সমস্ত সেলেব্রিটিদের ভেরিফায়েড ব্লু টিক তুলে নিয়েছে ট্যুইটার৷ বহু গবেষণা শেষে জানা যায়, নির্দিষ্ট পরিমাণ কড়ি খসালেই ফিরে আসবে সেই সাধের ব্লু টিক৷
advertisement
2/8
এবার এলন মাস্কের ট্যুইটারের মতোই জুকেরবার্গের মেটাও করতে চলেছে সেই পদক্ষেপ৷ ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নিয়ে ইতিমধ্যেই যাচাইকরণ পরিষেবা শুরু হয়েছে।
advertisement
3/8
চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই শুরু হয় এই পেইড সার্ভিস। এবার সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতে Android এবং iOS ব্যবহারকারীরাও এবার অর্থের বিনিময়ে ভেরিফিকেশন ব্যাজ অর্থাৎ ব্লু টিক পেতে পারবেন৷ কিন্তু, তার জন্য কী করতে হবে তাঁদের?
advertisement
4/8
জানা গিয়েছে, এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রতি মাসে ৬৯৯ টাকা করে দিতে হবে।
advertisement
5/8
আর কয়েক মাস পর থেকেই এই টাকার পরিমাণ কমে ৫৯৯ টাকা হতে পারে বলে জানিয়েছে তারা।
advertisement
6/8
সংস্থার তরফে জানানো হয়েছে, ভেরিফাইড অ্যাকাউন্টের পরিষেবা পেতে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের তাঁদের (ফেসবুক বা ইনস্টাগ্রাম) অ্যাকাউন্ট একটি সরকারি আইডি কার্ডের মাধ্যমে যাচাই করতে হবে।
advertisement
7/8
এই বছরের ফেব্রুয়ারি মাস থেকেই সাবস্ক্রিপশন পরিষেবা 'মেটা ভেরিফাইড' চালু করার কথা ঘোষণা করে মেটা। এর আগে এই পরিষেবাটি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে উপলব্ধ ছিল। এর পরে এটি গত ১৬ মার্চ যুক্তরাজ্যে এবং ৩১ মার্চ কানাডায় চালু করা হয়। এখন সর্বশেষ আপডেটে জানা গেছে যে, ভারতীয় ব্যবহারকারীদের জন্যও এই সুবিধা পাওয়া যাচ্ছে।
advertisement
8/8
মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারও ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য মাসিক ফি নেওয়া শুরু করেছে ইতিমধ্যেই। Twitter ভেরিফায়েড ব্লু টিক-এর জন্য প্রতি মাসে ওয়েবে ৬৫০ টাকা নেয়৷ Twitter Blue ভারতে Android এবং iOS মোবাইল ডিভাইসের ব্যবহারকারীদের জন্য ৯০০ টাকা নেয়।