advertisement
1/9

বুধবার চতুর্থ জেনারেশানের Apple Watch লঞ্চ করল Apple। iPhone XS, iPhone XS Max আর iPhone XR এর সাথেই বিশ্বের সামনে এলো Apple Watch Series 4। (Photo collected)
advertisement
2/9
আগের থেকে বড় ডিসপ্লে, ছোট বেজেল সহ লঞ্চ হয়েছে নতুন Apple Watch Series 4। (Photo Collected)
advertisement
3/9
নতুন এই স্মার্টওয়াচের সবথেকে আকর্ষণীয় ফিচার এই ডিভাইসের ECG ফাংশান। এছাড়াও থাকবে নতুন হার্ট রেট সেন্সার, যা হার্ট রেট কমে গেলে বা বেড়ে গেলে গ্রাহককে সতর্ক করবে। (Photo Collected)
advertisement
4/9
Apple Watch Series 4 এর ভিতরে থাকবে Apple S4 চিপসেট। যার মধ্যে রয়েছে একটি 64 biT ডুয়াল কোর প্রসেসার। এছাড়াপ থাকবে একটি নতুন গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। (Photo Collected)
advertisement
5/9
এছাড়াও নতুন Apple Watch এ যোগ হয়েছে আগের থেকে ভালো স্পিকার। নতুন স্পিকারে আগের থেকে 50 শতাংশ জোরে আওয়াজ হবে। (Photo Collected)
advertisement
6/9
হঠাৎ মাটিতে পড়ে গেলে তা বুঝে নিতে পারবে Apple Watch Series 4। সাথে সাথে জরুরি কনট্যাক্টের সাথে যোগাযোগ করতে সক্ষম এই স্মার্টওয়াচ। (Photo Collected)
advertisement
7/9
Apple Watch Series 4 পড়ে জলে সাঁতার কাটা যাবে। (Photo Collected)
advertisement
8/9
Apple Watch Series 4তে চলবে লেটেস্ট WatchOS 5। এই ঘড়িতে রয়েছে Bluetooth 5.0 (Photo Collected)
advertisement
9/9
শুধুমাত্র GPS সহ নতুন Apple Watch Series 4 এর দাম 399 মার্কিন ডলার (প্রায় 28,700 টাকা)। সেলুলার ভেরিয়েন্টের দাম 499 মার্কিন ডলার (প্রায় 35,900 টাকা)। বিক্রি শুরু 17 সেপ্টেম্বর। (Photo Collected)