TRENDING:

Airtel vs JioFiber vs BSNL: ৯৯৯ টাকার সেরা ব্রডব্যান্ড প্ল্যান কোনটি? এক ক্লিকেই জানুন

Last Updated:
কিছু ব্রডব্যান্ড প্ল্যানে হাই স্পিড ডেটা দিয়ে থাকে কিন্তু স্ট্রিমিংয়ের জন্য ন্যূনতম পরিষেবা দিয়ে থাকে
advertisement
1/7
Airtel vs JioFiber vs BSNL: ৯৯৯ টাকার সেরা ব্রডব্যান্ড প্ল্যান কোনটি?
ইন্টারনেটের দুনিয়ায় গ্রাহক ধরে রাখতে হলে যেবিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল আকর্ষণীয় ডেটা প্ল্যান। এবার ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL সেই পথেই হাঁটছে। সম্প্রতি BSNL তাদের প্রোমোশনাল ব্রডব্যান্ড প্ল্যানটি অক্টোবর ২০২১ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এই প্ল্যানটি উপলব্ধ ৯৯৯ টাকায়। যা ২০০ এমবিএস পর্যন্ত স্পিড দিয়ে থাকে।
advertisement
2/7
বিএসএনএল ছাড়াও Airtel XStream, Jio Fiber, Excitel এবং Tata Sky broadband ৯৯৯ টাকায় বিভিন্ন রকম সুবিধা সহ ডেটাপ্ল্যান রয়েছে। কিছু ব্রডব্যান্ড প্ল্যানে হাই স্পিড ডেটা দিয়ে থাকে কিন্তু স্ট্রিমিংয়ের জন্য ন্যূনতম পরিষেবা দিয়ে থাকে। কিছুক্ষেত্রে আবার উল্টোটাও দেখা যায়। তবে প্রায় সব ব্রডব্যান্ড প্ল্যানেই “আনলিমিটেড ডেটা” দিয়ে থাকে। যা হল ৩৩০০ জিবি বা ৩.৩ টিবি। যেখানে ১০০ এমপিএস থেকে ৩০০ এমবিএস পর্যন্ত স্পিড প্রদান করে এই সংস্থাগুলি। নীচে প্রত্যেকটি টেলিকম সংস্থার ডেটা প্ল্যানের সুবিধাগুলি আলোচনা করা হল -
advertisement
3/7
Airtel XStream এর ৯৯৯ ব্রডব্যান্ড প্ল্যান - Airtel XStream এর এই প্ল্যানের মাধ্যমে আনলিমিটেড ইন্টারনেট যা ২০০ এমবিপিএস স্পিড-সহ, আনলিমিটেড কল করার পরিষেবা দিয়ে থাকে। এছাড়াও এই প্ল্যানটির মধ্যে Zee5, Amazon Prime, VIP সাবস্ক্রিপশন Disney+Hotstar, এবং Airtel XStream অ্যাপ ও OTT প্ল্যাটফর্মগুলিতে স্ট্রিমিংয়ের অ্যাকসেস দিয়ে থাকে। পাশাপাশি, এই প্ল্যানটির মাধ্যমে অতিরিক্ত কোনও চার্জ ছাড়াই Wynk Music এর অ্যাকসেস উপলব্ধ।
advertisement
4/7
Jio Fiber এর ৯৯৯ ব্রডব্যান্ড প্ল্যান - ১৫০ এমবিপিএস ডাউনলোড ও আপলোড স্পিড সহ আনলিমিটেড ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে এই প্ল্যান। এছাড়াও এই প্ল্যানের মাধ্যমে আনলিমিটেড কলিং পরিষেবা সহ Amazon Prime, Disney+ Hotstar, Sony LIV, Zee5, Alt Balaji এর মতো ১৪টি OTT প্ল্যাটফর্মের অ্যাকসেস পাওয়া যাবে।
advertisement
5/7
BSNL প্রিমিয়াম ফাইবারের ৯৯৯ ব্রডব্যান্ড প্ল্যান - ৯৯৯ টাকায় ৩৩০০ জিবি বা ৩.৩ টিবি ডেটা ২০০ এমবিপিএস স্পিড সহ উপলব্ধ। এই ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পিড নেমে ২ এমবিপিএস হয়ে যাবে। এছাড়াও থাকছে Disney+ Hotstar এ বিনামূল্যের প্রিমিয়াম মেম্বারশিপের সুবিধা।
advertisement
6/7
Excitel এর ৯৯৯ ব্রডব্যান্ড প্ল্যান - একমাস ভ্যালিডিটি ও ৩০০ এমবিপিএস স্পিডসহ Excitel এর ৯৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যানটি উপলব্ধ। তবে সম্প্রতি গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে Excitel । যদি কেউ এই ৩০০ এমবিপিএস এর ব্রডব্যান্ড প্ল্যানটি সাবস্ক্রাইব করে তাহলে তা তিন মাস পর্যন্ত ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। তিন মাসের ভ্যালিডিটি সহ ডেটা প্যাকগুলি হল ১৬৯৫ টাকায় ১০০ এমবিপিএস স্পিড, ১৯১৪ টাকায় ২০০ এমবিপিএস স্পিড এবং ২২৫৬ টাকায় ৩০০ এমবিপিএস স্পিড।
advertisement
7/7
TataSky এর ৯৫০ ব্রডব্যান্ড প্ল্যান - Tata Sky এর এই ব্রডব্যান্ড প্ল্যানটি ৯৫০ টাকায় উপলব্ধ, ডেটা স্পিড দেওয়া হয় ১০০ এমবিপিএস ও এক মাসের ভ্যালিডিটি। ৩ মাস, ৬ মাস, ১২ মাসের সাবস্ক্রিপশন সহ এই প্ল্যানটি ছিল ২৭০০, ৪৫০০, ৮৪০০ টাকায় উপলব্ধ যা এখন কমে হয়েছে ৯০০, ৭৫০, ৭০০ টাকায়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Airtel vs JioFiber vs BSNL: ৯৯৯ টাকার সেরা ব্রডব্যান্ড প্ল্যান কোনটি? এক ক্লিকেই জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল