TRENDING:

Airtel Recharge | দাম এক, সুবিধা আরও বেশি! নতুন কী যোগ হল Airtel-এর ২৫৬ টাকার প্রিপেড প্ল্যানে?

Last Updated:
Airtel Prepaid Recharge: এক নজরে দেখে নেওয়া যাক এয়ারটেলের ২৬৫ টাকার প্ল্যানের খুঁটিনাটি।
advertisement
1/8
দাম এক, সুবিধা আরও বেশি! নতুন কী যোগ হল Airtel-এর ২৫৬ টাকার প্রিপেড প্ল্যানে?
এয়ারটেলের ২৬৫ টাকার প্রিপেড প্ল্যান অনেকদিন আগেই চালু করা হয়েছিল। কিন্তু, সম্প্রতি এয়ারটেলের সেই ২৬৫ টাকার প্রিপেড প্ল্যানে নতুন বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে। এই প্রিপেড প্ল্যানে যুক্ত করা হয়েছে আরও বেশি ভ্যালিডিটি এবং বেশি ডেটা।
advertisement
2/8
এয়ারটেলের এই প্রিপেড প্ল্যানের দাম একই রাখা হলেও এতে দেওয়া হচ্ছে আরও বেশি সুবিধা। এয়ারটেল এর আগে ২০০ টাকার মধ্যে লঞ্চ করেছিল তাদের চারটি নতুন প্ল্যান। এয়ারটেলের সেই চার প্ল্যানের দাম হল ১০৯ টাকা, ১৩১ টাকা, ১১ টাকা। এক নজরে দেখে নেওয়া যাক এয়ারটেলের ২৬৫ টাকার প্ল্যানের খুঁটিনাটি।
advertisement
3/8
এয়ারটেলের এই ২৬৫ টাকার প্রিপেড প্ল্যান প্রথমে চালু করা হয়েছিল ২৮ দিনের ভ্যালিডিটি সহ। কিন্তু, এখন এয়ারটেলের এই ২৬৫ টাকার প্রিপেড প্ল্যানের সুবিধা পাওয়া যাচ্ছে ৩০ দিনে। এয়ারটেলের এই ২৬৫ টাকার প্রিপেড প্ল্যানে প্রথমে পাওয়া যেত প্রতিদিন প্রায় ১ জিবি ডেটার সুবিধা।
advertisement
4/8
কিন্তু, এখন এয়ারটেলের এই ২৬৫ টাকার প্রিপেড প্ল্যানে পাওয়া যাচ্ছে প্রতিদিন ১.৫ জিবি ডেটার সুবিধা। যাঁরা ৩০০ টাকার মধ্যে একটি ভালো প্রিপেড প্ল্যান খুঁজে চলেছেন, তাঁদের জন্য এয়ারটেলের এই ২৬৫ টাকার প্রিপেড প্ল্যান খুবই ভালো একটা অফার। বর্তমানে বেশিরভাগ প্রিপেড প্ল্যান অফার দেওয়া হয় ২৮ দিনের জন্য। এর ফলে যাঁরা ৩০ দিনের জন্য প্রিপেড প্ল্যান খুঁজে চলেছেন, তাঁদের জন্য আদর্শ হল এয়ারটেলের এই প্রিপেড প্ল্যান।
advertisement
5/8
টেলিকম কোম্পানি আগে ২৮ দিনের প্ল্যানের অফারই দিত। কিন্তু, সম্প্রতি টেলিকম রেগুলটরি অথরিটি অফ ইন্ডিয়া সকল টেলিকম অপারেটরকে নির্দেশ দিয়েছে একটি প্ল্যান ৩০ দিনের জন্য চালু করতে। সেই নির্দেশ অনুযায়ী এয়ারটেল চালু করেছে তাদের ২৬৫ টাকার প্রিপেড প্ল্যান। এক নজরে দেখে নেওয়া যাক এয়ারটেলের ৩০ দিনের অন্যান্য কয়েকটি প্ল্যান।
advertisement
6/8
এয়ারটেলের ২৯৬ টাকার প্ল্যান - এই প্ল্যানে মোট ২৫ জিবি ৪জি হাই স্পিডের ডেটা সুবিধা পাওয়া যাবে। সুতরাং এক এমবির জন্য গ্রাহককে খরচ করতে হচ্ছে ৫০ পয়সা। এছাড়াও এই প্ল্যানে পাওয়া যাচ্ছে আনলিমিটেড কলের সুবিধা এবং প্রতিদিন ১০০ এসএমএসের সুবিধা।
advertisement
7/8
১০০ এসএমএস শেষ হয়ে গেলে গ্রাহককে প্রতি এসএমএসে খরচ করতে হবে ১ টাকা এবং এসটিডি এসএমএসের ক্ষেত্রে ১.৫ টাকা। এছাড়াও এই প্ল্যানে পাওয়া যাবে ৩০ দিনের জন্য অ্যামাজন প্রাইম ভিডিওর মোবাইল এডিশন উপভোগের সুবিধা।
advertisement
8/8
এয়ারটেলের ৩১০ টাকার প্ল্যান - এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা করে পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যানে পাওয়া যাবে অন্যান্য বিভিন্ন অন্যান্য সুবিধা এবং এক মাসের জন্য অ্যামাজন প্রাইম ভিডিওর মোবাইল এডিশন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Airtel Recharge | দাম এক, সুবিধা আরও বেশি! নতুন কী যোগ হল Airtel-এর ২৫৬ টাকার প্রিপেড প্ল্যানে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল