TRENDING:

Airtel নিয়ে এল স্বল্পমূল্যের চারটি নতুন প্ল্যান! দেখুন তো কোনটা সবচেয়ে সাশ্রয়ী

Last Updated:
Airtel Prepaid Plans: প্ল্যানগুলি শুরু হচ্ছে মাসিক ১০৯ টাকা থেকে এবং সর্বোচ্চ ১৩১ টাকা পর্যন্ত খরচ হতে পারে।
advertisement
1/7
Airtel নিয়ে এল স্বল্পমূল্যের চারটি নতুন প্ল্যান! দেখুন তো কোনটা সবচেয়ে সাশ্রয়ী
টেলিকম অপারেটর কোম্পানি Airtel তার গ্রাহকদের জন্য নতুন চারটি আকর্ষণীয় প্ল্যান নিয়ে এসেছে। ব্যবহারকারীরা নিজেদের পছন্দ মতো যে কোনও প্ল্যান বেছে নিতে পারেন। প্ল্যানগুলি শুরু হচ্ছে মাসিক ১০৯ টাকা থেকে এবং সর্বোচ্চ ১৩১ টাকা পর্যন্ত খরচ হতে পারে।
advertisement
2/7
সবচেয়ে সুবিধেজনক ব্যাপার হল গ্রাহকরা তাঁদের নিয়মিত প্ল্যানের সঙ্গেই এই প্ল্যানগুলি কিনতে পারবেন। এর জন্য পুরনো প্ল্যানের কোনও পরিবর্তন হবে না। তবে প্রত্যেকটি প্ল্যানেই মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি রয়েছে, এবারে জেনে নেওয়া যাক কোনও প্ল্যানে কীরকম সুবিধে থাকছে!
advertisement
3/7
১০৯ টাকার প্ল্যান - গ্রাহকরা Airtel-এর নতুন চারটি প্ল্যানের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের প্ল্যান এটি। গ্রাহকরা এতে ১০৯ টাকার প্ল্যানে ২০০এমবি ডেটা, ৯৯ টাকা মূল্যের টকটাইম এবং একটি কল প্ল্যানের সুবিধে পাবেন যার মূল্য প্রতি সেকেন্ডে মাত্র ২.৫ পয়সা। এছাড়াও প্ল্যানে থাকছে প্রতি এসএমএস (লোকাল) প্রতি ১ টাকা এবং এসটিডি ১.৫ টাকার অফার। প্ল্যানের ভ্যালিডিটি মাত্র ৩০ দিন।
advertisement
4/7
১১১ টাকার প্ল্যান - Airtel গ্রাহকরা এই উপরের প্ল্যানের মতো একই সুবিধে পাবেন তবে এ ক্ষেত্রে প্ল্যানের বৈধতা এক মাস (মাসের উপর নির্ভর করে ২৮/২৯/৩০/৩১ দিন হতে পারে)। এতে সুবিধার মধ্যে রয়েছে ২০০এমবি ডেটা, প্রতি সেকেন্ডে ২.৫ পয়সা হারে কল সহ ৯৯ টাকা মূল্যের টকটাইম। এছাড়াও লোকাল ও এসটিডি এসএমএসের জন্য যথাক্রমে ১ টাকা এবং ১.৫ টাকা মূল্য ধার্য করা হয়েছে।
advertisement
5/7
১২৮ টাকার প্ল্যান - ১২৮ টাকার মাসিক প্ল্যানের সুবিধা রয়েছে প্রতি সেকেন্ডে ২.৫ পয়সা কল, ভিডিও কলে প্রতি সেকেন্ডে ৫ পয়সা এবং ডেটা প্রতি এমবি ৫০ পয়সা চার্জ করা হবে৷ এছাড়াও লোকাল ও এসটিডি এসএমএসের জন্য যথাক্রমে ১ টাকা এবং ১.৫ টাকা মূল্য ধার্য করা হয়েছে। প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। তবে এই প্ল্যানে কোনও টকটাইম নেই ফলে গ্রাহকদের এয়ারটেলের দেওয়া টপ-আপ প্ল্যানগুলির মধ্যে একটি রিচার্জ করে নিতে হবে।
advertisement
6/7
১৩১ টাকার প্ল্যান - ১৩১ টাকার প্ল্যানে উপরে উল্লিখিত ১২৮ টাকার প্ল্যানের মতো একই সুবিধা থাকছে। তবে এতেও কিন্তু ৩০ দিনের পরিবর্তে এক মাসের বৈধতা থাকবে। গ্রাহকদের মাসে যত দিনই হোক না কেন প্রতি মাসে একই তারিখে রিচার্জ করতে হবে। এতে প্রতি সেকেন্ডে ২.৫ পয়সা কল, ভিডিও কলে প্রতি সেকেন্ডে ৫ পয়সা এবং ডেটা প্রতি এমবি ৫০ পয়সা চার্জ করা হবে৷
advertisement
7/7
এছাড়াও লোকাল ও এসটিডি এসএমএসের জন্য যথাক্রমে ১ টাকা এবং ১.৫ টাকা মূল্য ধার্য করা হয়েছে। প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। তবে এই প্ল্যানে কোনও টকটাইম নেই ফলে গ্রাহকদের এয়ারটেলের দেওয়া টপ-আপ প্ল্যানগুলির মধ্যে একটি রিচার্জ করে নিতে হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/অন্যান্য প্রযুক্তি/
Airtel নিয়ে এল স্বল্পমূল্যের চারটি নতুন প্ল্যান! দেখুন তো কোনটা সবচেয়ে সাশ্রয়ী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল