বিল নিয়ে চিন্তার দিন শেষ, এই তাপমাত্রায় AC চালালে বিল বাঁচবে হাজার-হাজার টাকা
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Optimum Temperature For AC : ভারতের মতো উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার দেশে ঠিক কত ডিগ্রি রাখা উচিত ঘরের তাপমাত্রা। অনেকেই এনিয়ে দ্বন্দ্বে ভোগেন।
advertisement
1/12

গ্রীষ্মকালে বেশির ভাগ মানুষই বাইরে থেকে বাড়ি ফিরে তাৎক্ষণিক ভাবে ঠান্ডা ঘর চান। সর্বনিম্ন 16 ডিগ্রিতে চালিয়ে দেন এসি। মনে করা হয় এতে ঘর চটজলদি ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এত কম তাপমাত্রায় এসি চালানো শরীরে পক্ষে যেমন খারাপ। তেমনই এতে অধিক বিদ্যুৎ খরচও হয়ে থাকে।
advertisement
2/12
Minimum Temperature For AC : এবার প্রশ্ন উঠতে পারে কোন তাপমাত্রায় এসি চালানো সঠিক এবং কোন তাপমাত্রায় বিদ্যুৎ সাশ্রয় করা যায়। দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
3/12
এসি-র সর্বনিম্ন আদর্শ তাপমাত্রা: এসি-র ব্যবহার এখন ঘরে ঘরে। কিন্তু ভারতের মতো উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার দেশে ঠিক কত ডিগ্রি রাখা উচিত ঘরের তাপমাত্রা। অনেকেই এনিয়ে দ্বন্দ্বে ভোগেন। ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (BEE)-এর এক রিপোর্টে বলা হয়েছে, ঘরের তাপমাত্রা সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকলে তা-ই সর্বোত্তম।
advertisement
4/12
Optimum Temperature For AC :এটি স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে না আবার বিদ্যুৎ বিলও সাশ্রয় করে। BEE-র দাবি, দীর্ঘ সময় ধরে ১৬ বা ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি চালান হলে শীতল বাতাস ঘরে বসবাসকারী মানুষের স্বাস্থ্যের ক্ষতি করতে শুরু করে।
advertisement
5/12
Optimum Temperature For AC :তাই BEE ভারত সরকারকে অনুরোধ করেছে, সমস্ত এসি প্রস্তুতকারী সংস্থাকে এমন এয়ার কন্ডিশনার তৈরি করার নির্দেশ দেওয়া হোক, যার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রিই সেট করা হয়।
advertisement
6/12
১৬ ডিগ্রিতে আদৌ দ্রুত ঘর ঠাণ্ডা হয়— অনেকে মনে করেন যে এসি ১৬ ডিগ্রিতে রাখলে দ্রুত ঠাণ্ডা হবে ঘর। কিন্তু এই ধারণা সম্পূর্ণ সঠিক নয়।
advertisement
7/12
যদি ২৪ থেকে ২৭ ডিগ্রিতেও এসি চালানো যায়, তবে এটি একই সময়ে এটি ঘরকে ঠান্ডা করবে। ১৬ বা ১৮ ডিগ্রিতে এসি চালালে বরং কম্প্রেসারটি ওভারলোড হয়ে যেতে পারে, তাতে বেশি বিদ্যুৎ খরচ হবে।
advertisement
8/12
এসি-র সাশ্রয়ী ব্যবহার: কিছু কৌশল করলেই এসি ব্যবহার করা যেতে পারে সাশ্রয়ী ভাবে। ১৬ বা ১৮ ডিগ্রির পরিবর্তে এসি সেট করার করতে হবে ২৪ বা ২৬ ডিগ্রিতে।
advertisement
9/12
এই ভাবে এসি চালালে ২৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ বিল কমাতে পারেন। পরিবেশের দিক থেকেও এটি ভাল।
advertisement
10/12
এসি-র তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করলে বিদ্যুৎ খরচ ৩ থেকে ৪ শতাংশ কমে যেতে পারে।
advertisement
11/12
একটানা দীর্ঘ সময় এসি ব্যবহার করা ঠিক নয়। প্রয়োজন না হলে এসি বন্ধ রাখতে হবে।
advertisement
12/12
এসি রুমটি সঠিক ভাবে ইনসুলেট করা প্রয়োজন, যাতে ঠান্ডা বাতাস বেরিয়ে না যেতে পারে এবং ঘর ঠান্ডা থাকে।