Air Conditioner | AC: যত খুশি AC চালান! বেশি আসবে না ইলেকট্রিক বিল, শুধু করতে হবে এই ৫ সহজ কাজ
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
এসি বিল কমানোর টিপস: রাজ্যের ১৮ জেলায় তাপমাত্রার পারদ পৌঁছে গেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড গরমে নাজেহাল মানুষ। এমন পরিস্থিতিতে ঘরে ঘরে এখন ব্যবহার হচ্ছে এসি অথবা কুলার। যাইহোক, কুলারের তুলনায় এসি চালানোর খরচ অনেক বেশি৷ কারণ, এতে বেশি বিদ্যুৎ খরচ হয়। গরমে সারাক্ষণ এদিকে এসি চালাচ্ছেন, ওদিকে ভাবছেন না জানি, এই মাসে ইলেকট্রিক বিল কত আসবে! এই প্রতিবেদনে আমরা এমন ৫টি উপায় আপনার সামনে তুলে ধরব, যাতে আপনি এসি ব্যবহারও করবেন, অথচ আপনার বিদ্যুতের বিলও বেশি আসবে না৷ 
advertisement
1/5

ঠিকঠাক তাপমাত্রায় এসি সেট করুন: এসি কখনই সর্বনিম্ন তাপমাত্রায় রাখা উচিত নয়। লোকেরা মনে করে যে এসি ১৬ বা ১৮ ডিগ্রিতে রাখলে ভাল ঠান্ডা হয়। কিন্তু, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (বিইই) অনুসারে, মানবদেহের জন্য আদর্শ তাপমাত্রা হল ২৪। তাই এসি-র তাপমাত্রা ২৪ ডিগ্রিতে রাখলেই মানব শরীরের জন্য তা সবচেয়ে ভাল৷ আর এতে বিদ্যুৎ সাশ্রয়ও দারুণ হয়। গবেষণায় দেখা গিয়েছে, এসির তাপমাত্রা এক ডিগ্রি বাড়ালে ৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা যায়। (ছবি- শাটারস্টক)
advertisement
2/5
সার্ভিসিং এর যত্ন নিন: আপনি যদি গত মরসুমে শেষবার এসি ব্যবহার করে থাকেন, আর তারপর সার্ভিসিং না করেই ব্যবহার শুরু করেন, তাহলে কিন্তু মহাবিপদ। চড় চড় করে বাড়তে থাকবে বিল। কারণ, দীর্ঘদিন এসি বন্ধ থাকার কারণে এতে ধুলো-কণা জমে। এমন সময় এসি-কে ঠান্ডা করতে অতিরিক্ত বিদ্যুত ব্যবহার কর। (ছবি- শাটারস্টক)
advertisement
3/5
প্রতিটি দরজা-জানালা বন্ধ করুন: এসি চালু করার আগে ওই ঘরের প্রতিটি দরজা-জানালা ভাল করে বন্ধ করুন। যাতে গরম বাতাস ঘরে ভিতরে কোনও ভাবে ঢুকতে না পারে এবং ঠান্ডা বাতাস বাইরে না যায়। অন্যথায়, আপনার ঘরের বাতাসের তাপমাত্রা বারবার ওঠানামা করে এবং তা সামঞ্জস্যে নিয়ে আসতে এসি-কে বেশি কাজ করতে হয়৷ ফলে বিদ্যুৎ বিল বেশি আসে। (ছবি- শাটারস্টক)
advertisement
4/5
স্লিপ মোড ব্যবহার করুন: আজকাল বেশিরভাগ এসি-তেই স্লিপ মোড থাকে। এগুলি স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা এবং আর্দ্রতা সামঞ্জস্য রক্ষা করে। এমন পরিস্থিতিতে এই মোডটি ৩৬ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করতে সাহায্য করে। (ছবি- শাটারস্টক)
advertisement
5/5
ফ্যান ব্যবহার করুন: আপনি যখন এসি-র সঙ্গে ফ্যান ব্যবহার করেন, তাতে ঘরের প্রতিটি কোণে এসির বাতাস চলাচল করে। তাতে ঘর ঠান্ডা হয়। আমরাও আরাম পাই৷ আর এসির তাপমাত্রাও বেশি করে কমানোর প্রয়োজন পড়ে না৷ ফলে বিদ্যুৎ সাশ্রয় হয়। (ছবি- শাটারস্টক)
